Mithun Chakraborty: পুরুলিয়ায় মিঠুন, সভা শেষে মধ্যাহ্নভোজন সারলেন দলীয় কর্মীর বাড়িতেই

।। প্রথম কলকাতা ।।

Mithun Chakraborty: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচের প্রবল সম্ভাবনা। তাই পঞ্চায়েতে নির্বাচনকে পাখির চোখ করে বর্তমানে রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধীদল সকলেই জনসংযোগ বাড়াতে ব্যস্ত। সেই উদ্দেশ্যে বুধবার পুরুলিয়ায় গেরুয়া শিবিরের হয়ে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। সুদূর মুম্বই থেকে তিনি আসেন বলে জানা যায়। এদিনের সভা শেষে দলীয় কর্মীদের সঙ্গে এক দলীয় কার্যকর্তার বাড়িতে গিয়ে উপস্থিত হন তিনি সেখানেই তাঁর জন্য ব্যবস্থা করা হয় মধ্যাহ্ন ভোজের।

সভা শেষে বিজেপির ওই কার্যকর্তার বাড়িতেই দুপুরের ভোজনের আমন্ত্রণ ছিল মিঠুন চক্রবর্তীর। একেবারে বাঙালি খাবার-দাবারে সাজানো থালা তৈরি ছিল তাঁর জন্য। রীতিমতো কবজি ডুবিয়ে দুপুরের ভোজন পর্ব সারলেন তিনি। এদিনের সভামঞ্চে নিজের বক্তব্য রাখার পাশাপাশি জনসাধারণের কথাও শোনেন তিনি। সভা মঞ্চ থেকে দাঁড়িয়েই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। আর তাঁর কথার উত্তরে মঞ্চের সামনে থাকা উৎসাহী মানুষের ভিড় বারংবার সাড়া দিয়ে ওঠে।

বুধবার সকালেই বার্নপুর থেকে পুরুলিয়া গিয়ে পৌঁছান মিঠুন চক্রবর্তী। এরপর এদিন পুরুলিয়ার ওই দলীয় সভায় অংশ নেন তিনি। সেখান থেকে তাঁর বাঁকুড়া যাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও পাঁচ দিনের জেলা সফরে পুরুলিয়া বাঁকুড়া সহ আরও বেশ কয়েকটি জেলা তিনি পরিভ্রমণ করতে পারেন এমনটাই খবর সূত্রের। সভা মঞ্চে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আজ আমি কোন ডায়লগ দিতে আসিনি। আপনাদের কথা শুনতে এসেছি’। তাঁর এই কথা শোনার পরেই সভা মঞ্চের সামনে থাকা বহু মানুষের তরফ থেকে একাধিক প্রশ্ন উঠে আসে। যার উত্তর অত্যন্ত যুক্তিসহকারে বুঝিয়ে দেন মহাগুরু।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version