।। প্রথম কলকাতা ।।
LPG Cylinder Price Hike: আশঙ্কা সত্যি হল, মধ্যবিত্তের কপালে এখন চিন্তার ভাঁজ। বেশ কয়েক মাস পর বাড়ল ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। যেভাবে বাজার মূল্য বেড়ে চলেছে সেখানে যদি গ্যাসের দাম বাড়ে সেক্ষেত্রে পকেটে টান পড়বেই। অনেকে আশঙ্কা করেছিলেন, মার্চ মাস থেকে হয়ত রান্নার গ্যাসের দাম বাড়বে, তবে এতটা বাড়বে আশা করেননি। ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা। অপরদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে (LPG Cylinder Price Hike) প্রায় সাড়ে ৩৫০ টাকার কাছে।
২০২৩ এর ১ মার্চ ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা। কলকাতায় (Kolkata) ১৪.২ কেজি গ্যাস ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১২৯ টাকা। পাশাপাশি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫০.৫o টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২২২১.৫০ টাকা। জানুয়ারিতে গোটা দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল প্রায় ২৫ টাকা। কিন্তু এবারে তা এক ধাক্কায় ট্রিপিল সেঞ্চুরি পার করল। সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং কোম্পানিগুলি জ্বালানির দাম নিয়ে বিশ্লেষণ করেন। তারপর পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। এক্ষেত্রে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম বিবেচনা করা হয়।
বেশ কয়েক মাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি, কিন্তু তাও সেই দাম মধ্যবিত্তের নাভিশ্বাস তোলার জন্য যথেষ্ট ছিল। প্রতি পরিবার কিছু সরকারের তরফ থেকে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়। ১২টি সিলিন্ডারের বেশি হয়ে গেলে বাজার মূল্য অনুযায়ী গ্যাস সিলিন্ডার কিনতে হয়। যদিও সিলিন্ডারের উপর ভর্তুকি পেতে গেলেও বেশ ঝামেলা আছে। কোথাও পাওয়া যায় না, আবার কোথাও পেলেও তা নামমাত্র।
নতুন দাম অনুযায়ী দিল্লিতে (Delhi) এখন ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২১১৯.৫০ টাকা। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। অনেকেই আশঙ্কা করছেন, হঠাৎ করে গ্যাসের এতটা দাম বৃদ্ধির পরে হোটেল রেস্তোরাঁর খাবারের দাম অনেকটাই বাড়বে। এই মূল্য বৃদ্ধির বাজারে ঠিক কতটা পকেট সামলে চললে স্বস্তিতে নিঃশ্বাস ফেলা যায় তা বলা সত্যি মুশকিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম