Weather Update: এক ধাক্কায় পারদ নামল শহরে, নভেম্বরের শেষ দিকে কনকনে ঠান্ডা বাংলায় ?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: শহর জুড়ে বর্তমানে শীতের আমেজ। বলা ভালো গোটা রাজ্য জুড়েই সকালের দিকে শীত শীত আবহ অনুভূত হচ্ছে। বুধবার শহরে এক ধাক্কায় পারদ পতন প্রায় তিন ডিগ্রি। সোমবার যেখানে শহরের তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বুধবার তা এসে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে তাপমাত্রা নেমেছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। এখনও পর্যন্ত এই মরশুমের সব থেকে শীতলতম দিন আজ। আবহাওয়াবিদরা মনে করছেন, নভেম্বরের শেষ দিকেই রাজ্যজুড়ে এই শীতের আমেজ আরও স্পষ্ট হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকেই শহর এবং শহরতলিতে তাপমাত্রা ক্রমশ কমবে। আপেক্ষিক আর্দ্রতা কমার ফলে বাতাসে শীত শীত ভাব অনুভূত হবে। একই সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকেই কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর । আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে।

জেলায় জেলায় শীতের আমেজ

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া ,পুরুলিয়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ক্রমশ কমবে । তবে বর্তমানে কোন জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভোরের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যাবে কুয়াশা । শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীত পরার জন্য এখনও অপেক্ষা করতে হবে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে তার আগেই রাজ্যজুড়ে কনকনে ঠান্ডার একটা আমেজ তৈরি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

অন্যদিকে একটি গভীর নিম্নচাপ একেবারে সুস্পষ্ট হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। এটি মূলত দক্ষিণ ভারত অভিমুখী হবে বলেই জানা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে। আর তারপর অন্ধপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে এটির আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version