পাকিস্তানে নির্বাচনের আগে ইমরান খানের প্রাণদন্ড! পাক সেনার নতুন ছক প্রকাশ্যে

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানে ভোট ঘোষণা সেনা কাকে করবে প্রধানমন্ত্রী? ইমরান খানের হতে পারে মৃত্যুদন্ড নতুন কোন মামলা আরও বড় ঝড় উঠবে বলছে কূটনৈতিক মহল নওয়াজ শরিফ দেশে ফিরছেন ঠিক কবে? সত্যি কী ফেয়ার ইলেকশন হবে পাকিস্তানে? পাকিস্তানে ভোট হবে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে। জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কিন্তু সেখানে কী কী জটিলতা তৈরি হতে পারে এখন থেকেই তার একটা বড় আভাস তৈরি হচ্ছে। ইমরান খান বা তাঁর রাজনৈতিক দলকে নিয়ে শুধু ঝামেলা নয় সবথেকে বড় হাতিয়ারটাই ইমরানের বিরুদ্ধে ব্যবহার করবে পাকিস্তান সেনা।

ঠিক কবে কোন মাসে পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরিফ এদিকে শুধু পাকিস্তান নয় নজর থাকবে ভারত-আমেরিকারও কারণ এরপর কে হতে চলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা বিশেষ উল্লেখযোগ্য পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্য। কারণ যিনিই হবেন প্রধানমন্ত্রী তিনি অবশ্যই পাক সেনার ঘনিষ্ঠ লোক। Dawn News-র প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ভোট সংক্রান্ত প্রাথমিক তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আসন্ন ভোটে ৫৪ দিন ধরে প্রচার চালানো যাবে। এরইমধ্যে ইমরান খানের ওর নতুন মামলা আর এই মামলায় অভিযোগ একবার প্রমাণিত হলে তার শাস্তি সোজা মৃত্যুদন্ড।

গত ৯ মে ইমরান খান গ্রেফতারির পর সরকারি সম্পত্তি ও সামরিক বাহিনীর সম্পত্তির উপর হামলার অভিযোগ উঠেছিল ইমরান খান ও তাঁর ভক্তদের ওপর। ওই ঘটনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে খানসাহেবকে। লাহোরে একটি সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নয়টা অতিরিক্ত ধারা এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। ভাঙচুর ও হিংসার অভিযোগ উঠেছে। পাকিস্তানের তদন্তকারী আধিকারিকদের দাবি ওই দিন পাকিস্তানে অভূত্থান করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তান তেহেরিক ই ইনসাফের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। সূত্রের খবর, পাকিস্তানে এই অপরাধের সর্বোচ্চ সাজা হল মৃত্যুদণ্ড। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে পাকিস্তানের খান্না ও বারাকাহু এলাকায় দায়ের হয়েছিল মামলা সেই মামলায় ইসলামাবাদের অ্যান্টি টেররিজম কোর্ট ইমরানের ৩ টি জামিনের আবেদন খারিজ করেছে।

ইমরান খান জেলে থাকলেও তথ্য বলছে এখনো কিন্তু জনপ্রিয়তা ততটা ফিকে হয়নি তেহেরিক-ই-ইনসাফের প্রধানের তবে নির্বাচনের আগে ইমরানের দলকে পুরোপুরি শেষ করার সব চেষ্টা যে পাকিস্তান আর্মি করবে সেটা বলাই বাহুল্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version