Pakistan: ইসলামাবাদের পথে দুর্ঘটনার কবলে ইমরানের খানের কনভয়, নিরাপদে আছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Pakistan: শনিবার দুর্ঘটনার কবলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) কনভয়। লাহোর থেকে ইসলামাবাদ যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে ইমরান খানের গাড়ি নিরাপদে আছে এবং ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, “শনিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ৭০ বছর বয়সী প্রধান তোশাখানা মামলার শুনানির জন্য একটি আদালতে হাজির হওয়ার জন্য ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে এবং গাড়িটি উল্টে যায়।

রওনা দেওয়ার আগে ইমরান খান টুইটারে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “এই ছবিটি আমার সঙ্গে সারাজীবন থাকবে। টিয়ার গ্যাসের প্রভাব কমাতে নাচতে এবং মাথায় জল ঢেলে স্বাধীনতার জন্য আবেগপূর্ণ কান্না। মাশাআল্লাহ। একটি জাতি অবশেষে জেগে উঠছে এবং স্বাধীনতা দাবি করছে।”

অন্যদিকে জিও নিউজ জানিয়েছে যে ইমরান খান ইসলামাবাদে যাওয়ার কয়েক ঘন্টা পরে, পাঞ্জাব পুলিশ অবশেষে তার জামান পার্কের বাসভবনে প্রবেশ করে এবং ২০ জনেরও বেশি দলীয় কর্মীকে গ্রেপ্তার করে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পুলিশ পিটিআই দ্বারা প্রতিষ্ঠিত ক্যাম্পের এলাকা ফাঁকা করতে ইমরান খানের জামান পার্কের বাসভবনের ভিতরে জল কামান ব্যবহার করেছে। পুলিশ জিও নিউজকে জানিয়েছে, ইমরান খানের বাড়ির ছাদ থেকে কেউ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এদিকে ইমরান খান অভিযোগ করেছেন যে পাঞ্জাব পুলিশ জামান পার্কে তার বাড়িতে “হামলা” করেছে, যেখানে বুশরা বেগম একা ছিলেন। কোন আইনে তারা এসব করছে? টুইটারে তিনি লেখেন, তিনি আরও লিখেছেন, “এটা এখন স্পষ্ট যে, আমার সমস্ত মামলায় জামিন পাওয়া সত্ত্বেও, পিডিএম সরকার আমাকে গ্রেপ্তার করতে চায়৷ তাদের খারাপ উদ্দেশ্যগুলি জানা সত্ত্বেও, আমি ইসলামাবাদে যাচ্ছি এবং আদালতে আমি আইনের শাসনে বিশ্বাস করি৷ কিন্তু বদমাশদের এই বদ মতলব সবার কাছে পরিষ্কার হয়ে যাবে।”

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version