Pakistan: রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ফের ভারতের প্রশংসা ইমরান খানের

।। প্রথম কলকাতা ।।

Pakistan: রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল (Crude Oil) কেনার প্রেক্ষিতে আবারও ভারতের পররাষ্ট্র নীতির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন যে ইসলামাবাদ ভারতের মতোই সস্তায় রাশিয়ান অপরিশোধিত তেল পেতে চায়। তবে, ব্যর্থ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেছেন, “ইসলামাবাদ ভারতের মতো সস্তা রাশিয়ান অপরিশোধিত তেল পেতে চেয়েছিল, কিন্তু আমার সরকার অনাস্থা প্রস্তাবে পতনের ফলে তা করতে সক্ষম হয়নি।”

বর্তমানে পাকিস্তান সর্বকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানি রুপি মার্কিন ডলারের কাছে মূল্যের একটি নাটকীয় ক্ষয় লক্ষ্য করেছে। বর্তমানে খোলা বাজারে পাকিস্তান রুপি প্রায় ২৮৮-তে লেনদেন হচ্ছে। ইমরান খান গত ২৩ বছরে প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী যিনি মস্কো সফর করেন। তবে, তিনি এমন কোনও চুক্তি করতে পারেননি যা নগদ সংকটে থাকা দেশটিতে স্বস্তি আনতে পারে।

পুতিন যেদিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিলেন সেদিন ইমরান খান রাশিয়ায় ছিলেন। মজার ব্যাপার হল, এই প্রথমবার নয় যে ইমরান খান পশ্চিমা চাপ সত্ত্বেও রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতের সাফল্য স্বীকার করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে, ইমরান খান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তার বিলিয়ন বিলিয়ন সম্পত্তির জন্য নিন্দা করেছিলেন।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানিয়ে বলেন, “বিশ্বে নওয়াজ ছাড়া আর কোনো নেতার বিলিয়ন বিলিয়ন সম্পত্তি নেই। আমাকে এমন একটি দেশের কথা বলুন যার প্রধানমন্ত্রী বা নেতার দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশেও, ভারতের বাইরে প্রধানমন্ত্রী মোদির কত সম্পত্তি আছে?” তার আগে, ২০২২ সালের মে মাসে, ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রাশিয়া থেকে সস্তা তেল কেনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version