Imran Khan: ইমরান খান চরম সংকটে, ডেডলাইন শেষ হলে তারপর কী? সেকশন-৫৯ এর গেরোয় খানসাহেব!

।। প্রথম কলকাতা ।।

Imran Khan: ইমরান খানের বিরুদ্ধে কি ভয়ঙ্কর সেকশন ৫৯ জারি করবে পাক আর্মি? সেনার সঙ্গে আইএসআই হাত মেলালো মারাত্মক কূটনৈতিক চাল? তবে ধোপে টিকবে তো? পিটিআই দলের মধ্যেই নামছে বড় ধস, একা হয়ে যাচ্ছেন খানসাহেব। জেনারেল আসিফ মুনির মুখ খুলতেই বিস্ফোরক বয়ান। কুলভূষণ যাদবের বিরুদ্ধে যে ধারা জারি হয়েছিল ইমরান খানও আপাদমস্তক ফাঁসতে পারেন যে আইনের জালে। কূটনৈতিক মহল আঁচ করছে এবার আর ইমরান খানের বিরুদ্ধে সরাসরি জারি করা হতে পারে আর্মি আইন সেকশন ৫৯ ধারা। একবার এই ধারা লেগে গেলে বড় বিপদ এমনটাই দাবি বিশেষজ্ঞদের। সেকশন অব সিভিল ডিফেন্সে এই ধারা লাগে।

অনেকেই বলছেন সেনা ইমারতে হিংসা চালানোর তিন থেকে চার দিন পর কেন গোয়েন্দা সংস্থার মনে হল যে জঙ্গিরা ইমরান খানের ঘরে লুকিয়ে রয়েছে। এক্ষেত্রে অনেকেরই দাবি প্রকাশ্যে লন্ডন প্ল্যানের কথা ফাঁস করার পরই অ্যাকশন শুরু হয়ে গেল ইমরান খানের বিরুদ্ধে। সূত্রের খবর হয়ত ইমরান খানের বিরুদ্ধে সেকশন ৫৯এ দায়ের করে দেওয়া হয়েছে মামলা। রেকর্ড রয়েছে পাকিস্তান আর্মি বারবার কন্ঠরোধ করতে এই ধারার অপব্যবহার করেছে, তা সে সমাজকর্মী হোক, সাংবাদিক হোক বা আইনজীবী এই কালা আইনের ব্যবহার পাকিস্তানে বহুবার হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, এই ধারা একবার লাগলে যাবজ্জীবন জেল এমনকি ফাঁসির সাজাও হতে পারে। কুলভূষণ যাদবের বিরুদ্ধে এই ধারা লাগানো হয়েছিল এমনকি এই ধারায় পাবলিক ডোমেনে জানানোও হয় না ঠিক কি কারণে কোন কোন ধারা লাগানো হয়েছে? একটা কথা মনে রাখুন, যখন টানা ৩ দিন অশান্তির জন্য বারবার ইমরান খানের সমর্থকদের দিকে আঙুল তোলা হচ্ছিল তখন মুক্তি পাওয়ার পর ইমরান খান বলেছেন অশান্তি, বিশৃঙ্খলা এই সবের নেপথ্য ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তাঁদের কাছে এ–সংক্রান্ত তথ্যপ্রমাণ আছে বলে দাবি করেছেন তিনি। এদিকে আর্মি চিফ আসিফ মুনির হুঁশিয়ারির সুরে বলে দিয়েছেন, যারা সেনাভবনের ওপর আঘাত এনেছে তাদের ক্ষমা করা হবে না।

এখন সবথেকে বড় প্রশ্ন ইমরান খানকে তো টলানো যাচ্ছে না। কিন্তু পিটিআই দলটা কি দুর্বল হয়ে পড়ছে? বুধবার ইমরান খানের বাড়ি ঘিরে ফেলার পরই কার্যত একটু একটু করে ধস নামছে ইমরান খানের দলে। করাচি থেকে মহম্মদ মৌলবি সহ অন্যান্য বহু নেতা দলত্যাগ করার ঘোষণা করেছেন। অনেকেই প্রকাশ্যে বলেছেন তারা ফৌজের বিরুদ্ধে যেতে পারবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version