Imran Khan: পাক আর্মির এক ভুলে ইমরান খান সুপার হিরো! বুমেরাং শাহবাজ সরকারের প্ল্যানিং

।। প্রথম কলকাতা ।।

Imran Khan: পাক আর্মির একটা ভুলেই সুপার হিরো হয়ে গেলেন ইমরান খান। বড় গোল্লা খেল শাহবাজ সরকার। সুপ্রিম কোর্টের কাছে ইমরান খান যা বয়ান দিলেন হতবাক হবেন শুনলে। পাক সেনার ভিতরে চরম বিদ্রোহ খবরটা পেয়েছেন তো? পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দিলো জানুন।

ইমরানকে ছেড়ে দিন নয়ত জ্বালিয়ে দেব পাকিস্তানকে। পাক সেনা প্রধান আসিফ মুনিরকে সোজাসুজি চ্যালেঞ্জ ইমরান সমর্থকের। ৩ দিনে যা হল তাতে গোল্লা খেয়ে গেল শাহবাজ শরিফের সরকার? অনেকেই ব্যঙ্গের সুরে বলছেন প্ল্যানিংয়ে খামতি ছিল তাহলে। মুক্তি পাওয়ার পরই ইমরান খানের বিস্ফোরক বয়ান। সূত্রের খবর ইমরান খান বলেন তাঁকে ইসলামাবাদ আদালত থেকে অপহরণ করা হয়। এরপর নাকি লাঠি ও জুতো দিয়ে পেটানো হয়েছে তাঁকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এমনই বয়ান দেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

এদিকে পাকিস্তানের সেনার মধ্যে চরম বিদ্রোহ। আসিফ মুনিরের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ বহু সেনা আধিকারিকদের। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল এদিন৷ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ইমরান খানের গ্রেফতারি অবৈধ। ইমরান খান যাতে আগামীকাল ইসলামাবাদ কোর্টে আত্মসমর্পন করেন সেখানে আবারও শুনানি হবে। এখন অনেকেই বলছেন, এবার কি হতে পারে? যে অঙ্কে শাহবাজ শরিফের সরকার বলা নেই কওয়া নেই এমন হুট করে গ্রেফতার করল ইমরানকে সেই অঙ্ক তো মিলল না। বরং যেমন বলা হয়েছিল এই গ্রেফতারি শাপে বর হয়ে গেল ইমরান খানের।

দুটো ভয়ঙ্কর ফাটল দেখা গেল এরই মধ্যে। প্রথমত শাহবাজ সরকার দেখে নিল এমূহুর্তে ইমরান খানের জনপ্রিয়তা ঠিক কতটা। ইমরান খানের গায়ে একটা আঁচ লাগলে জ্বলতে থাকবে পাকিস্তান। দ্বিতীয়ত সবথেকে বড় পয়েন্ট পাকিস্তান আর্মির ভিতরে বিদ্রোহের আগুন। ইমরানের গ্রেফতারি প্রকাশ্যে তুলে আনল সেই ছবিটা। পাকিস্তানে আর্মি প্রধান আসিফ মুনিরের কথাই শেষ কথা হবে না৷

অনেকেই বলছেন শুধু আর্মিই নয় গোটা বিচারব্যবস্থাও কিন্তু বিভাজিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমরান খানের সময়ই নিয়োগ হয়েছিলেন। তাই ইমরান জানতেন এখানে তিনি সিমপ্যাথি পাবেন। কূটনীতিবিদরা একাংশ আগেই বলেছিলেন, প্রথম থেকেই ইমরানের জন্য উইন উইন সিচুয়েশন৷ শুধু টাইমিংটাই ভুল ছিল শাহবাজ সরকারের৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version