Purba Medinipur: আইসিডিএস সেন্টারের খাবারে মরা টিকটিকি! চাঞ্চল্য ছড়ালো পাঁশকুড়ায়

।। প্রথম কলকাতা ।।

Purba Medinipur: বিগত কয়েকদিন ধরে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আইসিডিএস সেন্টারে (ICDS Center) দেওয়া খাবারে কখনও মৃত টিকটিকি অথবা কখনও মৃত সাপ উদ্ধার করা গিয়েছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যেখানে রাজ্য সরকার রাজ্যের সরকারি স্কুল গুলির মিড ডে মিলের উপর জোর দিচ্ছে, ঠিক সেই সময় এই ধরনের ঘটনাগুলি স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকে দর্শায়। এমনটাই অভিযোগ উঠে এসেছে।

এই ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার (Panskura) শ্যামপুর আইসিডিএস স্কুলে। শুক্রবার সেখানে স্কুলের পড়ুয়াদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছিল। বেশ কয়েকজন পড়ুয়াকে সেই খিচুড়ি দেওয়ার পর দেখা যায় তার মধ্যে পড়ে রয়েছে একটি মরা টিকটিকি (Dead Lizard)। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। স্থানীয় অভিভাবকরা এসে অভিযোগ জানাতে শুরু করেন। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মেডিকেল টিম। তবে এদিনের ঘটনায় কোন ছাত্র-ছাত্রীর অসুস্থতার খবর পাওয়া যায়নি।

ওই আইসিডিএস সেন্টারের ইনচার্জ শ্যামলী বাসকি জানান, স্কুলে বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারের মধ্যেই রান্নার কাজ করা হয়। এই কারণেই হয়তো খাবারের মধ্যে টিকটিকি পড়ে যেতে পারে। স্কুলে বিদ্যুৎ (Electricity) দেওয়ার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়নি কেন এই প্রশ্নের উত্তরে ইনচার্জ জানান, বিষয়টি স্কুল কমিটির মধ্যে আলোচনা করা হয়েছিল। কিন্তু সেটা বিদ্যুৎ দফতরে জানানো হয়নি। ওই আইসিডিএস স্কুলের কর্মী রশনারা বিবি জানান, সাবধানতা অবলম্বন করেই বাচ্চাদের জন্য রান্না করা হয়। কিন্তু এই দিন কোনভাবে তাদের চোখ এড়িয়ে খাবারের মধ্যেই টিকটিকি পড়ে যায়। বর্তমানে ওই আইসিডিএস সেন্টারে প্রায় ৯১ জন ছাত্র ছাত্রীর জন্য রান্না হয় বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে এলাকায়।

উল্লেখ্য, ৯ জানুয়ারি ঠিক একই রকমের একটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছাত্রছাত্রীদের জন্য রান্না করা মিড ডে মিলে পাওয়া যায় মৃত সাপ। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৬ জন ছাত্রছাত্রী । তাদেরকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version