Imran Khan: ‘আমি একজন প্লেবয় ছিলাম’, অডিও ভাইরাল হওয়ার পর আর কী বললেন ইমরান খান?

।। প্রথম কলকাতা ।।

Imran Khan: অবশেষে স্বীকার করলেন অতীতে ‘প্লেবয়’ ছিলেন তিনি। অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) প্রথমবার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘অতীতে কোনও সাধু ছিলেন না তিনি। একজন প্লেবয় ছিলেন’। ‘ইন্ডিয়া টিভি’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি দাবি করেছেন যে, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া (General Qamar Javed Bajwa) গত বছর অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সাংবিধানিক অবস্থান থেকে তাঁর অপসারণের আগে তাঁদের শেষ বৈঠকে তাঁকে ‘প্লেবয়’ বলেছিলেন।

খান জানিয়েছেন, ‘২০২২-এর অগাস্টে জেনারেল বাজওয়ার সঙ্গে একটি বৈঠকে তিনি আমাকে বলেছিলেন যে, তাঁর কাছে আমার দলের লোকেদের অডিও এবং ভিডিও রয়েছে। তিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে, আমি একজন প্লেবয় ছিলাম। আমি তাঁকে বলেছিলাম, হ্যাঁ আমি অতীতে ছিলাম এবং আমি কখনোই দাবি করিনি যে, আমি একজন দেবদূত’। তিনি আন্দাজ করেছিলেন যে, বাজওয়া তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজের মনকে স্থির করে নিয়েছিলেন।

সোমবার লাহোরের (Lahore) বাসভবন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান তেহরি-কি-ইনসাফ (Pakistan Tehreek-i-Insaf) চেয়ারম্যান তাঁর ভাইরাল হওয়া অডিও সম্পর্কে কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ধরনের অডিও ও ভিডিওর মাধ্যমে কী বার্তা দিচ্ছি?’ তিনি উল্টে এই ধরনের অডিও রেকর্ড করার জন্য পরোক্ষভাবে সংস্থাকে দায়ী করেন। সৈয়দ আলী হায়দার (Syed Ali Haider) নামে একজন পাকিস্তানি সাংবাদিক নিজের ইউটিউবে আপলোড করেছিলেন ওই অডিও। যা পরবর্তীতে ফেসবুক এবং ট্যুইটারে ভাইরাল হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, অডিও ক্লিপগুলি আসল এবং আগামী দিনে সেই সংক্রান্ত ভিডিও ক্লিপ প্রকাশিত হতে পারে। খানের দাবি, বাজওয়ার সেটআপ সেনাবাহিনী এখনও তাঁকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতে সক্রিয় রয়েছে। তাঁর কথায়, বাজওয়া আমার পিঠে ছুরি মেরেছে।

গেল বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইমরান খান। আর তারপরেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনছে শাহবাজ শরীফ সরকার। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুটি অডিও ক্লিপ। যেখানে যে ব্যক্তির গলা শোনা গিয়েছে, তাঁকে ইমরান বলে দাবি করা হয়েছে। ওই ব্যক্তি নাকি দু’জন মহিলার সঙ্গে ‘ফোন সেক্স’ করছেন বলে, অভিযোগ উঠেছে। কিন্তু পরবর্তীতে দুটি ক্লিপই ভুয়ো বলে দাবি করা হয় ইমরানের দল থেকে।

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকের আপলোড করা একটি অডিওয় একজন মহিলাকে বলতে শোনা গিয়েছে, তিনি দেখা করতে আসতে পারবেন না কারণ তাঁর “প্রাইভেট পার্টে ব্যথা” রয়েছে। সম্ভবত পরেরদিনও তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না তিনি। অন্যদিকে ইমরান খান বলে যাঁকে ভাবা হচ্ছে, সেই পুরুষকে বলতে শোনা গিয়েছে, ‘আমার পরিবার এবং ছেলেমেয়েরা আসছে দেখা করতে। আমি চেষ্টা করব তাঁদের আশা যাতে পিছিয়ে দেওয়া যায়। আমি তোমাকে এই বিষয়ে আগামীকাল জানাব’। অন্য একটি অডিও পুরনো বলে দাবি করেছেন পাকিস্তানি ওই সাংবাদিক। যেখানে মহিলাকে অশ্লীল প্রশ্ন করতে শোনা গিয়েছে ইমরান খানকে। এছাড়া মনসুর আলী খান নামে অন্য একজন সাংবাদিক দাবি করেছেন যে, ফাঁস হওয়া অডিওতে যে মহিলার গলা শোনা গিয়েছে তাঁকে তিনি চেনেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই নারীর নাম তিনি জানাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে না থাকাকালীন অবস্থায়ও বহু বিতর্কের মুখে পড়েছিলেন ইমরান খান। এবার তাঁর অডিও ভাইরাল হতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এদিন তাই নিয়ে মুখ খোলেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version