Mamata Banerjee: ‘বিরোধী দলে থাকাকালীন কনস্ট্রাক্টিভ কাজ করেছি’, নজরুল মঞ্চে দাবি মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: বছরের প্রথম দিন ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। কারণ গতকাল তৃণমূল কংগ্রেস ২৫ বছরে পদার্পণ করেছে। আর বছরের দ্বিতীয় দিনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নজরুল মঞ্চে বৈঠক সারলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি জনসাধারণের স্বার্থে দুয়ারে সরকারের মতোই আরও একটি নতুন প্রকল্পের সাথে জনসাধারণকে পরিচয় করান। চলতি মাস থেকেই ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) নামক এই প্রকল্পটি শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। যার মাধ্যমে সরকারি পরিষেবা কারা পেয়েছেন, কারা পাননি এবং কেন পাননি এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই দিনের সভায় বেশ কিছু বিষয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ডিস্ট্রাক্টিভ কিছু করিনি, কনস্ট্রাক্টিভ করেছি

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নজরুল মঞ্চে দলীয় কর্মীদের নিয়ে করা বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। সেখানেই তিনি বলেন, “আমরাও যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু কোনদিন ডেস্ট্রাক্টিভ কিছু করিনি, কনস্ট্রাক্টিভ করেছি। একটা রাজনৈতিক দল যখন তৈরি হয়, তার অনেক দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতা মানতে গিয়ে কোথাও কোথাও অনেক কঠিন পরিস্থিতিকেও সামাল দিতে হয়। তা সত্ত্বেও মনে রাখবেন আমরা বিরোধীপক্ষে থাকাকালীন যেমন ডেডিকেটেড ছিলাম উন্নয়নের জন্য, অত্যাচারের বিরুদ্ধে একমত হয়েছিলাম আজও সেই সংগ্রাম আমাদের করতে হচ্ছে “

নিজেকে সংশোধন কর, না হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে

সরকারি প্রকল্প জনসাধারণ সমানভাবে ভোগ করতে পারছেন কিনা সেই বিষয়টি নিশ্চিত করতেই এবার মাঠে নামতে চলেছে দিদির সুরক্ষা কবচের অন্তর্গত স্বেচ্ছাসেবকরা। এই প্রসঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” যদি একটা পোকা ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না করলে ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে। তাই আমাকে পোকাটা আগে নির্মূল করতে হবে। দেখতে হবে যাতে পোকা কোনোভাবে না জন্মায় । আর যদি জন্মে যায় তাহলে প্রথম থেকেই তাকে সতর্ক করতে হবে। বলতে হবে হয় নিজেকে সংশোধন করো না হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে “। কাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সেই বিষয়ে যদিও তিনি কিছু স্পষ্ট করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেকের নামই উঠে আসছে সামনে।

মুখ্যমন্ত্রীর আয়ের উৎস

মমতা সরকারের বিরুদ্ধে সম্প্রতি একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আজকের নজরুল মঞ্চের কর্মীসভায় একপ্রকার সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের জবাব দিলেন তিনি। নিজের দক্ষতায় কীভাবে আয় করতে পারেন সেই বিষয়টিও খোলসা করেন তিনি এই দিনের কর্মীসভায় । তাঁর কথায় , ” আমি ছবি আঁকার প্রদর্শনী করলেই ৬-৭ কোটি এক সেকেন্ডে তুলে নিতে পারি। কিন্তু আমি তা করি না”। একই সঙ্গে তিনি বলেন, “আমার ১০৭-১০৮ টা বই বেরিয়ে গিয়েছে। প্রতি বছর সেই বই বিক্রি করে দশ শতাংশ স্বত্ত্ব আমি পাই। যা পাই সেটাই যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়। আমার গানের সিডি আছে, ইন্দ্রনীলরা জানে। গোল্ডেন ডিস্ক অনেক আগেই পেয়েছে । সেখান থেকে আমি চার পাঁচ লক্ষ টাকা বছরে রয়্যালটি (Royalty) পাই। আমার কী যায় আসে! ”

এছাড়াও এইদিনের দলীয় কর্মীসভায় আরও বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসাধারণকে সঠিক সুযোগ-সুবিধা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ‘দিদির দূত’ নামক একটি অ্যাপ সম্পর্কে ফের একবার জনসাধারণের কাছে তথ্য প্রকাশ করেন। এছাড়াও দিদির সুরক্ষা কবচ প্রকল্পের মাধ্যমে কীভাবে কাজ হবে, কাদের কী দায়িত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version