CMOH Recruitment: বিপুল শূন্য পদ, চাকরির সুবর্ণ সুযোগ জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে

।। প্রথম কলকাতা ।।

CMOH Recruitment: রাজ্যে ফের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে নিয়োগ। একাধিক শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের তরফ থেকে। এই নতুন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন রাজ্যের বিভিন্ন জেলার আগ্রহী চাকরি প্রার্থীরা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। এই একাধিক শূন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? শূন্য পদের সংখ্যা কত? কী কী পদে নিয়োগ করা হবে? বেতন কত এবং কীভাবে আবেদন করা যাবে ? চলুন জানা যাক।

১) পদ : স্টাফ নার্স

বেতন: ২৫ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে জিএনএম কোর্স পাস করতে হবে। এছাড়াও ওই প্রতিষ্ঠানকে INC/WBNC দ্বারা রেজিস্টার হতে হবে।

বয়স সীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এসসি, এসটি এবং ওবিসি চাকরি প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

শূন্যপদ: ১২

২) পদ : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট

বেতন: ১৩ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা : INC/WBNC দ্বারা রেজিস্টার যেকোনো প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স পাশ করতে হবে।

বয়স সীমা : ২১ থেকে ৪০ এর মধ্যে । তবে সরকারের নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

শূন্য পদ :

৩) পদ : কাউন্সিলর

বেতন : ২০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা অ্যান্থ্রোপোলজি বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে।

বয়স সীমা : ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ছাড় রয়েছে এসসি, এসটি এবং ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য।

শূন্য পদ:

* আবেদনের শেষ তারিখ : ০৯.১২.২০২২

* আবেদন ফি : জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং এসসি, এসটি ও ওবিসি শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন ফি।

* আবেদনের পদ্ধতি :

১. মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ দফতরে এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। তাই মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।

২. murshidabad.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩. রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৪. এরপর যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীরা, সেই লিংকে ক্লিক করতে হবে।

৫. সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

৬. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আবেদনপত্রে আপলোড করতে হবে

৭. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্রটি জমা পড়বে।

* ইন্টারভিউয়ের তারিখ : ১৫.১২.২০২২ ও ১৬.১২.২০২২ । সকাল ১১ থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version