Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে তুঙ্গে উৎসাহ, সমস্ত টিকিট শেষ ২০২৩-এর প্রথম দুদিনের

।। প্রথম কলকাতা।।

Vande Bharat Express: বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে জনসাধারণের মধ্যে উৎসাহ কতটা ছিল তা উদ্বোধনের দিন স্পষ্ট বোঝা গিয়েছে। যে সকল স্টেশন গুলিতে বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Express) দাঁড়ানোর কথা ছিল সেখানে রীতিমত দর্শকদের ভিড় জমে যায় শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেসকে চোখের দেখা দেখবেন বলে । ইতিমধ্যে আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার পর তার টিকিটের ( Ticket) চাহিদা ছিল একেবারে তুঙ্গে । আপনি যদি নতুন বছরে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এর মাধ্যমে যেতে চান তাহলে ১ এবং ২ জানুয়ারির কোন টিকিট পাবেন না। কারণ ইতিমধ্যেই সেটা প্রায় শেষের মুখে । নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারতের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে ( Sold Out) ।

বাংলায় বন্দে ভারতের চাকা গড়াতেই জনসাধারণের এমন উচ্ছ্বাস রীতিমত নজির বিহীন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নেড়ে সকাল ১১:৪০ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন । আর তারপর হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে এই বন্দে ভারত এক্সপ্রেস। গতকাল সেটি প্রায় ১৬ টি স্টেশনে দাঁড়িয়ে ছিল । কিন্তু সপ্তাহের ছয় দিন সাধারণত পরিষেবা দেওয়ার সময় এটি তিনটি মাত্র স্টেশনে দাঁড়াবে। এমনটাই আপাতত খবর মিলেছে।

গতকাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , রাজ্যপাল সিভি আনন্দ বোস ,রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিশিষ্ট ব্যক্তিরা। যদিও ৩০ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা হয় কিন্তু এর যাত্রী পরিষেবা শুরু হবে ১ জানুয়ারি থেকে। আর সেই সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ । যার কারণে ঝড়ের গতিতে বিক্রি হয়ে গিয়েছে এক এবং দুই জানুয়ারির সকল টিকিট হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে বন্দে ভারত এক্সপ্রেস এর সময় লাগবে ৭ ঘন্টা ৪৫ মিনিটের মত। সপ্তাহে ছয় দিন পরিষেবা দেবে বন্দে ভারত এক্সপ্রেস।

এর এসি চেয়ারকার-এর ভাড়া ১৫৪৩ টাকা আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হল ২৮০৩ টাকা । এছাড়াও আপনি যদি হাওড়া থেকে মালদা যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে ৯২৯ টাকা, এক্সিকিউটিভ ক্লাসে সেই ভাড়া ১৭৫৩ টাকা। হাওড়া থেকে যদি বোলপুর এসি চেয়ার কারে যাওয়া হয় তাহলে ভাড়া দাঁড়াবে ৬২৮ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া দাঁড়াবে ১১৫০ টাকা। আগামীকাল অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা চালু করবে দেশের সপ্তম এবং বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version