Holiday List Of 2023: নয়া শিক্ষাবর্ষে কত দিন ছুটি পাচ্ছে স্কুল পড়ুয়ারা ? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

।। প্রথম কলকাতা।।

Holiday List Of 2023: ২০২২ শেষ হতে চলল । আসতে চলেছে একটা নতুন বছর ২০২৩ । নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে রয়েছে বিশ্ববাসী। আর নতুন বছর মানেই পুরনো উৎসব গুলিকে নতুন করে পাওয়া। হৈ-হুল্লোড়ের আয়োজন অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একাধিক ছুটি। ২০২৩ সালের শিক্ষাবর্ষে পড়ুয়ারা ৩৬৫ দিনের মধ্যে রবিবার ছাড়া ঠিক কতগুলি দিন ছুটি পেতে চলেছে ? সেই তালিকা ( Holiday List) প্রকাশ করা হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।

ওই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৩ সালে গরমের ছুটির ( Summer Holiday) জন্য রবিবার বাদে ১০ দিন বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । তবে নতুন বছরে পুজোর ( Durga Puja) ছুটি খানিকটা বাড়ানো হয়েছে । ওই বিজ্ঞপ্তি থেকে অনুসারে, রবিবার বাদে পুজোর জন্য ছুটি দেওয়া হবে ২৬ দিন। অর্থাৎ প্রায় এক মাসের কাছাকাছি। মোট মিলিয়ে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ৬৫ টি ছুটির উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলার নিজস্ব কিছু উৎসব থাকে। এছাড়াও বিভিন্ন প্রথা , ভৌগোলিক বৈশিষ্ট্য ও আঞ্চলিক রীতিনীতি অনুযায়ী একাধিক অনুষ্ঠান প্রত্যেক বছর থেকেই থাকে। তার উপরে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। কখন কোথায় কীভাবে প্রকৃতি নিজের রূপ বদলাবে সে বিষয়টি আগে থেকে জানা সম্ভব নয় । কাজেই এইরকম কোন ঘটনায় ছুটির দিনগুলি পরিবর্তন করা যেতে পারে। কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে পরিচালন সমিতি ও প্রশাসনের অনুমতি নিতে হবে অবশ্যই। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোন রকম প্রয়োজন পড়ে তবে তালিকায় থাকা ছুটির দিনগুলিতে বদল আনতে পারবে রাজ্য সরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version