Sourav Ganguly New House: সৌরভের নতুন বাড়ি আসলে কেমন? বেহালার সাথে মিল এক জায়গায়

।। প্রথম কলকাতা ।।

Sourav Ganguly New House: বেহালা ছেড়ে ঠিকানা বদলের সিদ্ধান্ত কেন নিলেন সৌরভ গাঙ্গুলী? এতদিনে স্বপ্ন পূরণ। দাদার থেকে আলাদা হতে চান সৌরভ! পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি কিনলেন মহারাজ। কোটি কোটি টাকার সেই বাংলো দেখতে কেমন? কোন কারণে এই বাড়িই এতো পছন্দ হল দাদার?পুরনো বাড়ির সঙ্গে মহারাজের নতুন বাড়ির অদ্ভুত মিল রয়েছে। ইচ্ছে করেই পুরনো স্মৃতি বয়ে নিয়ে চলেছেন মহারাজ! ৪৯ বছর কম কথা নয়। বীরেন রায় রোডের বাড়িতেই সৌরভের বড় হওয়া। ভারতীয় দলের অধিনায়ক হওয়া হোক বা বিসিসিআইয়ের প্রধান হওয়া, সব কিছুরই সাক্ষী। নতুন বাংলোর আসল মালিক কে জানেন? বাড়ির গেটেই লুকিয়ে আসল রহস্য।

বীরেন রায় রোড নয়। এ বার থেকে মহারাজের বাড়ির ঠিকানা লোয়ার রডন স্ট্রিট। বাড়ির দাম প্রচুর। এমন কী রয়েছে? বাড়িটা নিজাম প্যালেসের একেবারে কাছেই। এই সুবিশাল বাড়ির মোট দাম নাকি প্রায় ৪০ কোটি টাকা। মোট ২৩.৬ কাঠা এলাকাজুড়ে যেখানে প্রতি কাঠার দাম অনুমানিক ১.৭ কোটি টাকা। তবে সৌরভের বেহালার বাড়ির সাথে এই বাড়ির অদ্ভুত এক মিল রয়েছে। বেহেলার বাড়িতে যেতে হলে সরু রাস্তা পার করে একদম শেষ মাথায় যেতে হত। সৌরভের বাড়িটিই সেই রাস্তার শেষ। লোয়ার রডন স্ট্রিটের বাড়িটিও রাস্তার শেষে। লোয়ার রডন স্ট্রিটের বাড়িটি দোতলা। ব্যবসায়ী অনুপমা বাগরি, তাঁর কাকা কেশব দাস বিনানি তাঁর ছেলে নিকুঞ্জ বিনানির কাছ থেকে বাড়িটি কিনেছেন। ৩.৬ কাঠা জমির উপর বাগান-সহ এই বাড়িটি নিজের মনের মতো করে গড়ে তুলতে চান সৌরভ। বেহালার বাড়ির মতই এখানেও সবুজের সমাহার। সৌরভ, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানার পাশাপাশি এই সম্পত্তির মালকিন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও।

আচমকা বাড়ি বদল করার সিদ্ধান্ত কেন নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

বেহালার বীরেন রায় রোডের বাড়ি থেকে যে কোনও জায়গায় যাতায়াতে যথেষ্ট সময় লেগে যাচ্ছে। সঙ্গে রয়েছে মারাত্মক ট্রাফিক জ্যামও। সেকারণে রোজের কাজের ক্ষেত্রেও অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে মহারাজের এমনটাই নাকি তিনি জানিয়েছেন। মধ্য কলকাতায় এই নতুন বাড়ি থেকে যে কোনও জায়গার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভাল। তবে ভবিষ্যতে গোটা বাড়ি ভেঙে নতুন করে নির্মাণও করতে পারেন।

সৌরভের বাড়ি পাশেই ডোনার পৈতৃক বাড়িও রয়েছে। সৌরভ ও ডোনাকে মাঝেমধ্যে লন্ডনেও থাকতে হয়। সানা সেখানে চাকরি করছেন। দীর্ঘ ৪৮ বছর পর কি বেহালার বাড়ি ছেড়ে পুরোপুরি লোয়ার লাওডন স্ট্রিটেই চলে আসবেন সৌরভ? প্রশ্ন উঠছে অনেকেরই মনে। জানা যাচ্ছে, শিকড়কে এত সহজে ছাড়বেন না তিনি। তাই সপ্তাহে তিনদিন বেহালার বাড়ি এবং বাকি দিনগুলি নতুন বাড়িতে থাকার ভাবনা চিন্তা রয়েছে সৌরভের। শহরের অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা হলেও সৌরভের নতুন বাড়িটির অবস্থান কানাগলিতে। ফলে কোলাহল নেই বললেই চলে। শান্ত এলাকায় নিরিবিলিতেই বসবাস করতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version