Tollywood: খলনায়ক কৌশিক কিভাবে খুঁজে পেয়েছিলেন লাবণীকে? কেন সন্তানের জন্ম দিলেন না অভিনেত্রী!

।। প্রথম কলকাতা ।।

 

Tollywood: তখন পাল ছেঁড়া নৌকার মতোই এলোমেলো কৌশিকের জীবন। অশান্তিতে মন ভারি। তার ওপর একা হাতে মানুষ করছেন ছোট্ট সন্তানকে। বুঝলেন মায়ের দায়িত্ব সামলানো কত কঠিন। ওদিকে ভালো ছিলেন না লাবনীও। প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক সুখের হয়নি। তার ওপর বাবার মৃত্যু একা করে দিল তাঁকে। ক্রমশ হতাশায় তলিয়ে যাওয়া লাবনীর সঙ্গে পরিচয় হল কৌশিকের। তা থেকেই বন্ধুত্ব প্রেম বিবাহ।

 

কৌশিকের এলোমেলো জীবনে এলেন লাবনী। নিজে হাতে সাজিয়ে তুললেন সংসার। শুরু হল সুখের দিনযাপন। তাতে সঙ্গী হল সুস্নাত। কথায় আছে, সৎ মায়েরা আপন হতে পারেন না। সে কথাকে ভুল প্রমাণ করেছেন লাবণী। ছেলে সুস্নাতকে জন্ম না দিলেও মায়ের অভাব বুঝতে দেননি কোনও দিন। আগলে রেখেছেন আর পাঁচটা মায়ের মতোই। দ্বিতীয় সন্তানের কথা আর ভাবেননি তাঁরা।

 

আপনারা তো জানেন, বাংলা সিনেমার প্রখ্যাত খলনায়ক কৌশিক বন্দ্যোপাধ্যায়। দর্শক যতটা খারাপ মনে করেন ইন্ডাস্ট্রিতে ততটাই ভাল মানুষ হিসেবে পরিচিত তিনি। তাঁর মতো মাটির মানুষ নাকি নেই একজনও। শংসাপত্র দিয়েছেন খোদ স্ত্রী অভিনেত্রী লাবণী সরকার। পুত্র সুস্নাত, স্ত্রী লাবণীকে নিয়ে তাঁর সুখের সংসার।

 

তবে কৌশিকের জীবন একটা সময় সমস্যায় পরিপূর্ণ ছিল। তিনি ছিলেন ‘সিঙ্গল ফাদার’। প্রথম স্ত্রী তাঁদের ছেড়ে চলে যান। ছোট্ট ছেলেকে দেখভাল, খাওয়ানো সবটা করতে হতো একাহাতে। তখনই তিনি বুঝতে পেরেছিলেন মা ছাড়া সন্তান মানুষ করা কতখানি কঠিন কাজ। শুটিংয়ের ফাঁকে বাড়িতে ছুটে ছুটে আসতেন কৌশিক। এসে দেখে যেতেন ছোট ছেলেটা তাঁর দুপুরে ঠিকমতো খেয়েছে কি না।

 

কৌশিক বলেছিলেন, “সে সময় আমি বুঝতে পারি, মায়ের অভাব কখনওই কোনও বাবা পূরণ করতে পারেন না। মায়ের কাজ মা-ই করতে পারেন।” এই টালমাটাল পরিস্থিতিতেই লাবণীর সঙ্গে আলাপ কৌশিকের। তখন লাবণীর জীবনেও দারুন ঝড়। তাঁরও ব্যক্তিগত জীবন টালমাটাল। এক যাত্রাপালায় পরিচয় হয় তাঁদের। দুই ভগ্ন হৃদয়ের মানুষের আলাপের পরই গভীর বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে।

 

 

কৌশিকের মাতৃস্নেহ বঞ্চিত ছোট্ট ছেলেটিকে নিজের কোলে তুলে নিয়েছিলেন লাবণী। ছেলেকে আপন করে নেন অভিনেত্রী মা। কখনোই ‘সৎ মা’ হিসেবে দেখেননি তিনি।এমনকি ছেলের মুখের দিকে তাকিয়ে নিজের সংসারে নতুন করে কোনো সন্তান নেওয়ার কথাও ভাবেননি লাবণী। কৌশিক বলেছিলেন, “আমার সন্তানকে লাবণী নিজের করে নিয়েছিল। এই সম্পর্কটা লাখে এক। লাবণী আমার পুত্রকে জন্ম দেননি। কিন্তু তাদের মধ্যে যা সম্পর্ক তা ভাষায় প্রকাশ করা কঠিন। লাবণীর মতো ভালো মা আমি পেতাম না ছেলের জন্য। আমার ছেলেও লাবণীকে পেয়ে ধন্য।’

 

লাবণী সংবাদ মাধ্যমকে বলেছেন, “সুস্নাতর সঙ্গে আমার সম্পর্কে নিয়ে বেশি কিছুই বলতে চাই না। বিগত ২৭ বছরে মুখ খুলিনি এই নিয়ে। এটা আমার কাছে ঈশ্বরের থেকে পাওয়া একটা মূল্যবান সম্পর্ক। এই সম্পর্কটা আমার কাছে প্রাধান্য তালিকায় সবার আগে।” পুত্র সুস্নাত যাতে ফের কোনও নিরাপত্তাহীনতায় না চলে যায়, তাই সন্তানের জন্ম পর্যন্ত দেননি লাবণী-কৌশিক। লাবণী বলেছিলেন, “আমি আর কৌশিক যদি আর এক সন্তানের জন্ম দিতাম, ছেলেটা হয়তো ফের নিরাপত্তাহীনতায় চলে যেত। ওকে আমি সেই যন্ত্রণা দিতে চাইনি। তাই নিজের বায়োলজিক্যাল সন্তানের জন্মও দিইনি।” এখন অনেক বড় হয়ে গিয়েছে সুস্নাত। চাকরি করছেন তিনি। কৌশিক লাবণী আপনারাও ভালো থাকুন।

https://fb.watch/sQQPUuGZIV/

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version