JAGANNATH TEMPLE DIGHA: দীঘার জগন্নাথ মন্দির কত সুন্দর? পুরীর মত কি?

।। প্রথম কলকাতা ।।

JAGANNATH TEMPLE DIGHA: প্রতিবেদনের সঙ্গে লিঙ্কে দেওয়া ক্লিক করলে এই ভিডিওতে দেখতে পাবেন কীভাবে দিন -রাত এক করে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ সেই জগন্নাথ মন্দির যাকে ঘিরে দীঘা চোখের পলকে বদলে যেতে পারে। উদ্বোধনের আগেই মন্দিরের ছবি ফাঁস। এখানে আসলে কোন কারণে পুরীর মন্দিরকে ভুলেও যেতে পারেন আপনি? সমুদ্রের পর লম্বা রাস্তা তারপরেই ঘন ঝাউবন। পুরীর জগন্নাথধামের আদলে তৈরি হলেও, দীঘার মন্দির কোন দিক দিয়ে আলাদা জানেন? বিশেষ কিছু বিষয় অবাক করবেই আপনাকে।

অনেকেই বলছেন পুরীর মন্দিরের যে মাহাত্ম্য তা দীঘার জগন্নাথ মন্দিরে পাওয়া যাবে না। কিন্তু জানেন দীঘার জগন্নাথ মন্দিরে এমন কী আছে যা পুরীতে নেই? দূর থেকে দুটো মন্দিরের ছবি ধরলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। পুরীতে জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ বা সিংহ দুয়ারকে বলা হয়। পূর্ব দরজা

সিংহদরজার পিছনেই সমুদ্র এরপর নাকি মন্দিরে আর ঢেউয়ের আওয়াজ শোনা যায় না। সেই এক সিংহ দুয়ার থাকছে সৈকতনগরী দীঘাতেও। তার পিছনে ঝাউবন পেরোলে বালি শুরু। এদিক থেকে মিল থাকবেই। সমুদ্রের গর্জন সিংহদুয়ার পেরিয়ে নতুন মন্দিরে যাবে কিনা তা বোঝা যাবে আর কয়েক দিন পরেই।

২০ একর জমির উপর তৈরি করা হচ্ছে । চারপাশে যে পাথরগুলো পড়ে রয়েছে। এগুলো রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর । যা দিয়ে গড়ে উঠছে মন্দির। নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে প্রধান মন্দিরটি এদম হুবহু পুরীর আদলে, নকশাও একদম এক। মন্দিরের আদলে তৈরি হওয়ার পাশাপাশি ৬৫ মিটার উচ্চতা অর্থাৎ পুরীর মন্দিরের সমান। ২০০ কোটি টাকা বরাদ্দ। জগন্নাথ দর্শনের পর নরসিংহদেব মন্দির। থাকবেন মা মহালক্ষ্মী। মহালক্ষ্মী মন্দিরের পর বিমলা মন্দিরের পালা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা যেখানে হয় সেটিকে বলে স্নান বেদী। তাও নির্মাণ করা হচ্ছে। পুরীর মন্দিরের চূড়ার ধ্বজা প্রত্যেকদিন ভোরবেলায় লাগানো হয়। সন্ধ্যেবেলায় খোলা হয়। জগন্নাথমন্দিরের সেই চূড়া তৈরির কাজ চলছে দীঘায়।

https://www.facebook.com/100082942485331/posts/410031958438217/?mibextid=NTRm0r7WZyOdZZsz

দীঘা বরাবরই বাঙালিদের প্রিয় উইকএন্ড ডেস্টিনেশন। সময়ের সঙ্গে সঙ্গে দিঘার পাশাপাশি শংকরপুর, তাজপুর,মন্দারমনির মতো সমুদ্র সৈকতগুলো পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়েছে। কিন্তু দীঘার জনপ্রিয়তা কমেনি। তাই এই দীঘাকে আরও সুন্দর ও ট্রাভেল-ফ্রেন্ডলি করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। এবার এই দীঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। বহু পর্যটক এক ফাঁকে এসে ঘুরে যাচ্ছে এই মন্দিরে।এই জগন্নাথ মন্দিরটি তৈরি হলে দীঘার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ আরও বাড়তে চলেছে। এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। দীঘার পর্যটনের অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। তা আর বলার অপেক্ষা রাখে না।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version