Rare Artefacts: মৌর্য যুগের দুষ্প্রাপ্য নিদর্শনে ভর্তি ঘর! দেগঙ্গায় উদ্ধার প্রায় ১০০ কোটির প্রত্নবস্তু

।। প্রথম কলকাতা ।।

Rare Artefacts: ক্রেতা সেজে অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আধিকারিকরা পর্দা ফাঁস করল এক প্রত্নসামগ্রী ব্যবসায়ীর। বহু দুষ্প্রাপ্য সামগ্রী তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নেওয়া হবে, এইরকম টোপ দেওয়া হয়েছিল। আর তারপর ক্রেতা সেজে তাঁরা গিয়ে পৌঁছান আসাদুজ্জামান নামক ওই ব্যক্তির বাড়িতে। তাঁর দোতলা বাড়ির তিনটি গুদাম ঘরে ঠাসা ছিল মৌর্য ও কুষাণ যুগের (Maurya and Kushan era) দুষ্প্রাপ্য বহু নিদর্শন। যার বাজার মূল্য বর্তমানে কয়েক কোটি টাকা।

জানা যায়, আসাদুজ্জামান উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গার হাদিপুরের বাসিন্দা। তাঁর বাড়ি থেকে মজুত করা বিভিন্ন ধরনের প্রত্ন সামগ্রী (Artefacts) উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাতির দাঁত, হরিণের পা প্রাচীন দেবদেবীর মূর্তি, ফসিল, বিভিন্ন ধরনের মৌর্য এবং কুষাণ সাম্রাজ্যকালের আসবাবপত্র সহ সমসাময়িক আরও অন্যান্য জিনিস। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা এই সব জিনিসের বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি এই প্রত্ন সামগ্রী গুলি মোটা টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আধিকারিকদের কাছে।

আর নিজের জালে নিজেই ফেঁসে যান তিনি। অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আধিকারিকরা ক্রেতা সেজে তাঁর বাড়িতে আসেন এবং উদ্ধার করে সেই সকল দুষ্প্রাপ্য সামগ্রী। এক আধিকারিক জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বেঙ্গল সার্কেল বিভিন্ন প্রত্ন সামগ্রী সংগ্রহ করে একটি সংগ্রহশালা তৈরি করতে উদ্যোগী হয়েছে। যার কারণে অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার দফতরের আধিকারিকরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে অ্যান্টিক (Antique) জিনিস জোগাড় করছেন।

যারা তাদের হাতে বহু যুগ পুরনো নিদর্শন গুলি তুলে দেন তাদেরকে উপযুক্ত সার্টিফিকেট দেওয়া হয়। সেই সংগ্রহের কাজ চলাকালীন গোপন সূত্রে আধিকারিকরা খবর পান যে, আসাদুজ্জামানের কাছে বহু সামগ্রী রয়েছে। আর সত্যিই ওই ব্যক্তির বাড়িতে যে পরিমাণ প্রত্নবস্তু মজুত করা ছিল তা দিয়ে সহজে সংগ্রহশালা সাজানো যাবে এমনটাই দাবি করছেন আধিকারিকরা । যদিও তাঁরা জানিয়েছেন, এর মধ্যে বেশ কিছু জিনিস নকল হতে পারে। কাজেই এএসআই এর তরফ থেকে সেগুলিকে বাছাই করা হবে এবং তারপর আসল প্রত্নবস্তু গুলি সংগ্রহশালায় রাখতে উদ্যোগী হবেন তাঁরা। যদিও আসাদুজ্জামানের দাবি, তিনি জানতেন না এইগুলি এত বহু মূল্যের প্রত্ন সামগ্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version