।। প্রথম কলকাতা ।।
ভারতের সবচেয়ে বড় দু চাকা প্রস্তুতকারক Hero MotoCorp তাদের একাধিক মোটরসাইকেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি স্কুটারের দাম বাড়বে বলে জানিয়েছে সংস্থা। ১,৫০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পাবে বাইক ও স্কুটারের। ১ ডিসেম্বর থেকে এই নতুন দাম লাগু হবে।
এই নিয়ে চলতি বছরে চারবার বাইক ও স্কুটারের দাম বাড়ালো Hero। শেষ সেপ্টেম্বর মাসে দাম বাড়িয়েছিল সংস্থা। সেইসময় ১ হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছিল। বছরশেষে সংস্থার এই সিদ্ধান্ত বেশ খানিকটা বেগ দিতে পারে গ্রাহকদের বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কোন কোন বাইকের দাম বাড়াচ্ছে Hero?
Hero MotoCorp এর প্রায় সমস্ত বাইকেরই দাম বাড়াতে চলেছে। এর মধ্যে রয়েছে সর্বাধিক বিক্রি হওয়া Hero Splendor, Passion, HF Deluxe, Pleasure, Destiny ইত্যাদি। মূলত, এন্ট্রি-লেভেল বাইক অর্থাৎ সংস্থার স্বল্প মূল্যের যে সমস্ত টু হুইলার সেগুলোর দাম বাড়াচ্ছে Hero MotoCorp।
আরও পড়ুন : ভারতে পা রাখলো Toyota Innova HyCross! দুর্দান্ত স্পেসিফিকেশন ও সেফটি ফিচার
সংস্থার প্রধান আর্থিক কর্মকর্তা নিরঞ্জন গুপ্তা বলেন, এই মূল্যবৃদ্ধির প্রভাব কমানোর জন্য আমরা উদ্ভাবনী অর্থায়ন সমাধান প্রদান করব গ্রাহকদের। পাশাপাশি সেভিং প্রোগ্রামও তৈরি করা হয়েছে যাতে করে অতিরিক্ত খরচের প্রভাব নিয়ন্ত্রণ এবং মার্জিনে উন্নতি করতে সাহায্য করবে।
Hero MotoCorp এক্সচেঞ্জ প্রোগ্রাম
এ ক্ষেত্রে জানিয়ে রাখি, Hero MotoCorp এর একটি অনলাইন এক্সচেঞ্জ প্রোগ্রামও রয়েছে। যারা একটি নতুন বাইক কিনতে চান বা বড় মডেলে আপগ্রেড করতে চান তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প। এই এক্সচেঞ্জ প্রোগ্রাম ১৫ বছরের কম বয়সী সকল মোটরসাইকেল ও স্কুটারকে কভার করে। গ্রাহদের শুধু বাইক সংক্রান্ত কিছু তথ্য সেখানে জমা করতে হবে। বিশদে জানার জন্য Hero MotoCorp এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।