Phulki: প্রথম সিরিয়ালেই মন জিতেছেন, ফুলকির বর্তমানে পারিশ্রমিক জানলে অবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

 

Phulki: ইদানিং টেলিভিশন সিরিয়ালে নতুন মুখের ছড়াছড়ি। নায়িকা হিসেবে নবাগতা অভিনেত্রীদের চাহিদা বেশি। পোর খাওয়া অভিনেত্রীদের থেকে টিআরপিও বেশি আনছেন তাঁরা। বাংলা ধারাবাহিকের প্রসঙ্গ এলেই বিশেষ কয়েকজন অভিনেত্রীর কথা উঠে আসে। ছোট পর্দায় অভিনয় করলেও জনপ্রিয়তার দিক থেকে এরা বড় পর্দার অভিনেত্রীদের থেকে একটুও পিছিয়ে নেই। এদের ভক্তদের সংখ্যা গুনে শেষ করা যায় না। নিজেদের জনপ্রিয়তার সঙ্গে মানানসই পারিশ্রমিক পেয়ে থাকেন অভিনেত্রীরাও
জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক হল ফুলকি। ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ফুলকি সিরিয়ালের মাধ্যমে ডেবিউ করা দিব্যানীর পারিশ্রমিক কত জানেন? টাকার অংক জানলে চমকে যাবেন।

 

দর্শকদের সামনে এক একটা পর্ব তুলে ধরার জন্য সকল অভিনেতা অভিনেত্রীদের করতে হয় বিরাট পরিশ্রম। আর তারকাদের সেই পরিশ্রমের এক এক মিনিটের পারিশ্রমিক সংখ্যায় অনেক। বিনোদন দুনিয়ার তারকা মানেই তাদের পরিশ্রমিক হয় আকাশছোঁয়া। ফুলকি সিরিয়ালটি প্রথম নাহলে দ্বিতীয় স্থান এটিআরপিতে থাকছে। ছোট পর্দায় অভিনয় করলেও দিব্যানীর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। আচ্ছা আপনাদের কেমন লাগে ফুলকিকে? ফুলকির অভিনয় আপনাদের মন ছুঁয়ে যায়? সিরিয়ালটি তে একাইতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। আগে মডেলিং করলেও ফুলকি তাঁর প্রথম সিরিয়াল। প্রথম সিরিয়াল এই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন দিব্যানী। দুঃখ অভিনেতা অভিষেক বসুর বিপরীতে দেশ সাবলীলভাবেই অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

 

দিব্যানী এই মুহূর্তে পারিশ্রমিক পান প্রায় এক লাখ বারো হাজার টাকা। প্রথম দিকে নাকি তাঁর পারিশ্রমিক ছিল প্রায় ৬০ হাজার টাকা। কিন্তু ফুলকির জনপ্রিয়তা বাড়তেই দিব্যানীর পারিশ্রমিক বেড়ে যায়।

 

মুর্শিদাবাদের মেয়ে তিনি। পড়াশোনাও এখনো শেষ হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। তবে তার আগেই ফুলকি চরিত্রের অফার আসে তার কাছে। এত বড় সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন দিব্যানী। নিজের ড্রিল এবং অন্যান্য ছবির মাধ্যমে তিনি তার ফলোয়ার্স বাড়িয়েই চলেছেন। কৃষ্ণভক্ত দিব্যানী নিরামিষ খাবার খান। কিছুদিন আগেই সিরিয়ালের এক বছর পূর্তি উপলক্ষে গ্রান্ড সেলিব্রেশন হয়েছিল। যেখানে কেক খাইয়ে দিয়েছিলেন রোহিত ফুল কি একে অপরকে।

 

দিব্যানী তাঁর বাবা-মায়ের একমাত্র মেয়ে। বাড়ি প্রত্যেকেই তাকে পাম্পার করেন। অভিনেত্রী অভিনয় নিয়ে ক্যারিয়ার করতে চেয়েছিলেন। ভেবেছিলেন পড়াশোনা করবেন মাস্টার্স করবেন। থিয়েটারে যাবেন তারপর ক্যারিয়ারের পথে পা বাড়াবেন। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করাই প্লানিং ছিল তার। কিন্তু এত তাড়াতাড়ি এত ভালো একটা প্লাটফর্ম তিনি পাবেন সেটা সত্যিই ভাবেননি। আপনাদের কেমন লাগে ফুলকিকে। কমেন্ট করে জানাতে ভুলবেনা কিন্তু।

https://fb.watch/t2w7b8sknN/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version