Hamas Reject Ceasefire Formula: যুদ্ধ উসকে দিল হামাস, যুদ্ধবিরতিতে না! চাইছে টা কী?

।। প্রথম কলকাতা ।।

Hamas Reject Ceasefire Formula: গাজায় এখনো জারি রয়েছে হামলা, ওদিকে শত আলাপ আলোচনার পরেও কিন্তু হামাস কিংবা ইসরায়েল যুদ্ধবিরতিতে আসতে চাইছে না। প্রাণ যাচ্ছে বহু নিরীহ মানুষের। ক্ষতি হচ্ছে এই দুই তরফের। এসবের মাঝেই যুদ্ধকে আবার উসকে দিয়ে বড় বার্তা দিল হামাস। নবভারত টাইমসের রিপোর্ট বলছে, হামাস এবং ইসলামিক জিহাদ (পিআইজে) তাদের ক্ষমতা ছাড়ার শর্তে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে অস্বীকার করেছে। মিশরের দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স সোমবার জানিয়েছে, মিশর হামাস এবং পিআইজের কাছে একটি প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, তারা যদি গাজা উপত্যকায় ক্ষমতা থেকে আলাদা হয়ে যায়, তাহলে সেখানে স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে।

মিশর জানিয়েছে, উভয় সংস্থাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাস এবং পিআইজে ৭ অক্টোবর বন্দী আর জিম্মিদের মুক্তি ছাড়া অন্য কোনো ছাড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাস এবং পিআইজে-এর কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তারা যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত কিন্তু আর কোনো শর্ত মানবে না। হামাস এবং পিআইজে নেতারা কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে পৃথক আলোচনা করছেন। যেখানে মিশর এবং কাতার বলেছে, এই প্রস্তাবে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি এবং গাজায় নেতৃত্বের একটি বড় পরিবর্তনের সাথে স্থায়ী যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিশরও রেজুলেশনে হামাসকে আশ্বস্ত করেছে যে তাদের সদস্যদের অনুসরণ করা হবে না বা তাদের বিচার করা হবে না। হামাস এবং পিআইজে উভয়ই প্রস্তাবের বেশিরভাগ শর্তে সম্মত হয়নি। উভয় সংস্থার মতে, ইসরায়েলের উচিত যুদ্ধ পুরোপুরি বন্ধ করা, যার বিনিময়ে তারা তাদের বন্দীদশা থেকে ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেবে। এ ছাড়া এসব সংগঠন গাজা ছাড়ার শর্ত বা অন্যান্য শর্ত মানছে না।

কায়রোতে আলোচনায় অংশ নেওয়া হামাস কমান্ডার রয়টার্সকে বলেছেন, তাদের আনুষ্ঠানিক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইসরায়েলকে অবশ্যই গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে তার আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে হবে। এই বিষয়ে তারা মিশরীয় ভাইদের সাথে আলোচনা করছে। দাবি, তাদের জনগণের জন্য সাহায্য অবশ্যই বাড়াতে হবে। এই বার্তা পৌঁছে দিতে হবে, উত্তর এবং দক্ষিণের সমস্ত জনগোষ্ঠীর কাছে। আগ্রাসন বন্ধ হয়ে গেলে এবং সহায়তা বাড়লে হামাস বন্দী বিনিময় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পিআইজেও চুক্তির জন্য একই শর্ত পেশ করেছে, যেখানে অনেক জিম্মি রয়েছে বলেও জানা গেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version