।। প্রথম কলকাতা ।।
ISRO Satellite image of Sikkim Flood: সিকিমের লোনাক হ্রদ কীভাবে ফাটল ছবি প্রকাশ্যে। ইসরো স্যাটেলাইটে ধরা এই ছবি দেখলে আঁতকে উঠবেন! হ্রদ ফাটে কেমন করে এ যেন উত্তরাখন্ডের স্মৃতি এর আগে এমন রূপ কী তিস্তা কখনও দেখিয়েছে? ঘড়ির কাঁটায় রাত ১টা। গভীর ঘুমে আচ্ছন্ন গোটা নর্থ সিকিম। এমন সময়ই কান ফাটানো শব্দ। হিমবাহ গলে সৃষ্টি হওয়া দক্ষিণ লোনক হ্রদ। ভয়ানক গর্জন করে নামাল কাদাগোলা জলের স্রোত-ঘূর্ণি। নিমেষের মধ্যে ভাসিয়ে দিল গোটা সিকিমকে। একটা হ্রদ ফেটে গেল তা যে কতটা ভয়ানক হতে পারে সেটা হারে হারে টের পাচ্ছে গোটা সিকিম সহ উত্তরবঙ্গের মানুষ।
আর প্রকৃতির সেই অবাক করা ছবিই ধরা পড়েছে ইসরোর স্যাটেলাইটে। ১৭ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর বুধবার সকালে হ্রদটির কী অবস্থা ছিল তার তিনটি ছবি পাশাপাশি দিয়েছে ইসরো। তাতেই দেখা যাচ্ছে বুধবারের ওই মেঘ ভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যা সিকিমে সর্বনাশ ডেকে আনার পর হ্রদটির আয়তনই একেবারে বদলে গিয়েছে। যেন আধভাগ হ্রদ কেউ গায়েব করে দিয়েছে।
কীভাবে ঘটল এমন বিপদ?
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন ভারী বৃষ্টি ছিলই সঙ্গে হিমবাহ গলা জলের চাপ তারই জেরে আচমকা ফেটে যায় দক্ষিণ লোনক হ্রদ। পাথর, বালি, মাটি নিয়ে প্রবল বেগে নীচে নামতে থাকে জল। প্রথমে ভাসে লাচেন উপত্যকা, সেখানকার সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। এরপর চুংথাং ড্যামের ডাউনস্ট্রিমে হঠাৎ ১৫-২০ ফুট বেড়ে যায় জলস্তর। ভেঙে গুঁড়িয়ে যায় বাঁধ শুরু হয় মহাপ্রলয়। ভোরের আলো ফোটার আগেই হুড়মুড়িয়ে নেমে রাক্ষুসে হড়পা বান। সোশ্যাল মিডিয়া ছবি তিনটি প্রকাশ করে ইসরো বলেছে ১৭ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবরে লেক এলাকায় অস্থায়ী পরিবর্তন ধরা পড়েছে
দেখা যাচ্ছে, হ্রদটি ফেটে গিয়ে প্রায় ১০৫ হেক্টর এলাকার জল বেরিয়ে গিয়েছে।
এখনও টানা স্যাটেলাইট ব্যবহার করে হ্রদটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সবেথেকে বড় কথা ওয়াকিবহাল মহল বলছে সাম্প্রতিক অতীতে এতবড় বিপর্যয়ের মুখে পড়েনি সিকিম। পুজোর মুখে এই ঘটনায় ধাক্কা লেগেছে পর্যটনেও বর্তমান পত্রিকার তথ্য বলছে সিকিমে প্রায় দু’হাজারের বেশি বাংলার পর্যটক আটকে রয়েছেন। গোটা সিকিম জুড়েই বিদ্যুৎ ও মোবাইল টাওয়ার বিভ্রাট লাচেন ওলাচুংয়ে আটকে পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বিপদ কিন্তু এখনও কাটেনি। তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। রাতের মধ্যে তা ৪০ ফুট উচ্চতা ছাড়াতে পারে বলেও খবর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম