।। প্রথম কলকাতা ।।
Fire in Habra: সূর্য অস্ত যেতেই আগুনের ভয়ঙ্কর শিখা মাথাচাড়া দিয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাবরা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। হঠাৎই রেল বস্তিতে অগ্নিসংযোগের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। ভয়াবহ আগুন দেখতে পাওয়া যায় ওই রেল বস্তিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক বাড়িগুলি। সেখানকার স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন । এই অগ্নিকাণ্ডের ফলে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আচমকাই রেললাইনের পাশে থাকা বস্তিতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে যেতে থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৫০ টি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তবে দমকল বাহিনী যতক্ষণে এসে সেখানে পৌঁছায় ততক্ষণে আগুন বহুদূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। আর তারপর ঘটনাস্থলে আসা তিনটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ওই শাখায়। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় , যেহেতু আগুন রেললাইনের খুব কাছে লেগেছে তাই সমস্ত ওভারহেড তার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুন যত তাড়াতাড়ি নিভিয়ে ফেলা সম্ভব হবে তত তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। যেহেতু আগুনের তীব্রতা অত্যন্ত বেশি সেই কারণে তার পাশ থেকে ট্রেন গেলে কোন বড় বিপদ ঘটে যেতে পারে। তাই সেই বড়সড় বিপর্যয় এড়িয়ে যেতেই ট্রেন বন্ধ রাখা হয়েছে শিয়ালদা বনগাঁ শাখায়।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা ডিজিটাল
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম