Metro rail: মিলল সবুজ সংকেত, শুরু হচ্ছে জোকা – তারাতলা রুটে মেট্রো পরিষেবা

।। প্রথম কলকাতা ।।

Metro rail: জোকা -তারাতলা রুটের মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে‌। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়েছে জোকা তারাতলা মেট্রো রুটের মেট্রো। অর্থাৎ আগামী ১৫ দিনের মধ্যে যাত্রী পরিবহনের জন্য তৈরি হয়ে যাচ্ছে ওই অংশের মেট্রো চলাচল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।

১০ই নভেম্বর চূড়ান্ত পর্বে ওই রুটের মেট্রো পরিষেবার সমস্ত ধরনের পরিকাঠামো বিস্তারিতভাবে খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্লাটফর্ম রেলপথ সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামোর খুঁটিনাটি পরীক্ষা করেন তিনি। তারপরেই জোকা -তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

গত ১৫ ই সেপ্টেম্বর প্রথমবার জোকা ও তারাতলার মধ্যে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ মেট্রোপথে মহড়া শুরু করা হয়েছিল। ওই রুটে মোট ছয়টি স্টেশনকে নিয়ে আপাতত প্রথম পর্যায়ে পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। ঐ রুটের ৬টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর শখেরবাজার, বেহালা চৌরাস্তা বেহালা বাজার ও তারাতলা। জোকা- তারাতলা মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সংকেত পাওয়ার ফলে একটি বড় অংশের যানজটের সমস্যা কমতে পারে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। জানা গেছে ওই লাইনে আপাতত একটি করেই ট্রেন চলবে। একটি ট্রেন অপরপ্রান্তে শেষ স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছানোর পর সেই ট্রেনটি উল্টো দিকে ফিরে আসবে। প্রাথমিক স্তরে এভাবেই যাত্রী পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version