West Bengal Health Recruitment: সরকারি চাকরি রাজ্যের স্বাস্থ্য দফতরে, চলছে কর্মী নিয়োগ প্রক্রিয়া

।। প্রথম কলকাতা ।।

West Bengal Health Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি সুখবর । সরকারি চাকরির সুযোগ রয়েছে রাজ্যেই । সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে দুটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা রাজ্যের যে কোন প্রান্ত থেকে এই পদ গুলির জন্য আবেদন করতে পারেন। তবে নির্দিষ্ট পদ গুলিতে চাকরি পাওয়ার জন্য উপযুক্ত যোগ্যতার প্রয়োজন। সেগুলি জানতে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

* কোন কোন পদের জন্য নিয়োগ ?

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager) এবং স্টাফ নার্স পদের (Stuff Nurse) জন্য কর্মী নিয়োগ করা হবে।

* আবেদনকারীদের বয়সসীমা কত হতে হবে?

উল্লেখিত দুটি পদে নিয়োগের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে অবশ্যই কিছু বছরের ছাড় পাবেন।

* শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন ?

১. ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা থাকা প্রয়োজন । জ্ঞান থাকতে হবে কম্পিউটার সম্পর্কেও।

২. স্টাফ নার্স পদের জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের তরফ থেকে অনুমোদিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করতে হবে।

* মাসিক বেতন কত ?

১. ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য কর্মীকে বেতন দেওয়া হবে প্রতি মাসে প্রায় ২২ হাজার টাকা।

২. স্টাফ নার্স পদের জন্য কর্মীদেরকে বেতন দেওয়া হবে মাসিক ৪০ হাজার টাকা।

কীভাবে আবেদন করতে হবে ?

উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম যেতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ। সেখান থেকে নির্দিষ্ট পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন করার পর আবেদন পত্রটি পূরণ করতে হবে । তারপর আবেদন ফি দিয়ে সাবমিট করে দিতে হবে আবেদন পত্রটি। এসসি/এসটি /পিডাব্লিউডি চাকরিপ্রার্থীদেরকে আবেদন ফি দিতে হবে ৫০ টাকা। অন্যান্য সকলকেই আবেদন করার জন্য দিতে হবে ১০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীরা এই দুটি পদের জন্য আবেদন করতে পারবেন আগামী ৫ মার্চ ২০২৩ পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version