State Budget Session 2023: স্লোগানের মাঝেই রাজ্যপালের ভাষণ, ওয়াক-আউট বিজেপির

।। প্রথম কলকাতা ।।

State Budget Session 2023: রাজ্য বিধানসভায় বুধবার সূচনা হল বাজেট অধিবেশনের। তবে এই বাজেট অধিবেশনের সূচনা পর্বে এক বেনজির ঘটনা ঘটল। বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের মধ্যে দিয়েই বাজেট অধিবেশন (State Budget Session) শুরু হওয়ার কথা ছিল। সেই মতোই শুরু হয়। কিন্তু তারপরেই বিক্ষোভ দেখানোর পর ওয়াক আউট করে বিজেপি (BJP)। এদিন বিধানসভার ভেতরে রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার পরেই বিজেপির তরফ থেকে পরপর সরকার বিরোধী স্লোগান উঠতে থাকে। কিন্তু সেই পরিস্থিতিতেও নিজের দায়িত্ব পালন করেন রাজ্যপাল (Governor)।

তিনি তাঁর ভাষণ জারি রাখেন। একদিকে বিধানসভার ভেতরে রাজ্যপালের ভাষণ এবং অন্যদিকে বিধানসভা কক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরেই স্লোগান দিতে শুরু করেন তাঁরা। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত বিধানসভা চত্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যপালের ভাষণ এবং তার মধ্যে বিজেপির ওয়াক আউট (Walkout) সবমিলিয়ে বর্তমানের পরিস্থিতি সরগরম।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়েও প্রতিবাদ জানান। এই সম্পূর্ণ পরিস্থিতিতে ভাষণ শুনতে সমস্যা সৃষ্টি হয়। তবে পুরো ভাষণ শেষ করেন রাজ্যপাল। বিধানসভায় এদিন তৃণমূল সরকার বিরোধী স্লোগান চলতে থাকে বিজেপির। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে পুনরায় রাজ্যপালের বাজেট অধিবেশনে ভাষণ লাইভ সম্প্রচার করা হবে এমনটাই জানা যায় । যদিও এটাই রীতি। কিন্তু যে সময় বাংলার রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড় তখন এই নিয়ম সাময়িক কালের জন্য থমকে যায়। তবে সি ভি আনন্দ বোস (C V Ananda Bose) বাংলার স্থায়ী রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করার পর সেই নিয়ম পুনরায় ফিরে এসেছে বিধানসভার বাজেট অধিবেশনে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version