।। প্রথম কলকাতা ।।
Kolkata Airport: বিমানে যে ধূমপান নিষিদ্ধ একথা সকল বিমান যাত্রীই জানেন। কিন্তু বিমানে ওঠার আগে অর্থাৎ এয়ারপোর্টে (Airport) চেক ইন করার পরেও বেশ কিছুটা সময় হাতে থাকে যাত্রীদের। যারা নিয়মিত ধূমপানে অভ্যস্ত, তাদের পক্ষে সেই সময়টা ধূমপান না করে কাটানো বেশ খানিকটা অস্বস্তিকর। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমানবন্দরে আলাদা স্মোকিং জোনের (Smoking Zone) ব্যবস্থা করা হয়। কলকাতা বিমানবন্দরও (Kolkata Airport) তার ব্যতিক্রম নয়। সেখানেও ছিল একটি স্মোকিং জোন। কিন্তু সেই স্মোকিং জোন বিমানযাত্রীদের ব্যবহারে গ্যাস চেম্বারে পরিণত হতো।
কারণ স্মোকিং জোনগুলি আকার ও আয়তনে ছিল ছোট টেলিফোন বুথের মতো। প্রশস্ত ছিল না সিলিং আর দেওয়াল। এই কারণে কোন একজন যাত্রী ধূমপান করার পর সেখান থেকে বেরোলে ওই স্মোকিং জোনটিকে গ্যাস চেম্বার মনে হতো। এছাড়াও টার্মিনালে (Terminal) ছড়িয়ে যেত ধোঁয়া। যাতে অস্বস্তি বোধ করতেন অন্যান্য যাত্রীরা। তবে কলকাতা বিমানবন্দরের এই সমস্যার এবার সমাধান হতে চলেছে। কারণ যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হতে চলেছে আধুনিক স্মোকিং জোন (Modern Smoking Zone)।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, বিমানবন্দরে যে স্মোকিং চেম্বার (Smoking Chamber) গুলি ছিল সেইগুলির উচ্চতা ছিল ৬ ফুট মতো। এরকম পাঁচটি চেম্বার ছিল সেখানে। এবার সেই সকল চেম্বার গুলির সিলিং এর উচ্চতা বাড়ানো হচ্ছে। প্রায় দশ ফুটের ৩৬ টি চেম্বার তৈরি করা হচ্ছে। এছাড়াও সেই চেম্বারে থাকবে আধুনিক গ্যাস নিষ্কাশন ব্যবস্থা (Gas Extraction System)। সেখানে থাকবে অ্যাশ ট্রে। আগে স্মোকিং জোন গুলির আয়তন ছিল ৬৫ বর্গফুট । আর নতুন যে স্মোকিং জোন তৈরি হতে চলেছে সেটার আয়তন হবে ২৫৮ বর্গফুট।
কাজেই কলকাতা বিমানবন্দরে আধুনিক স্মোকিং জোন তৈরির এই উদ্যোগ নিত্যযাত্রীদের জন্য বেশ সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। এটি তৈরি করা হবে ২৫ নম্বর গেটের কাছে। কিছু যাত্রীদের কথায়, নতুনভাবে স্মোকিং জোন তৈরি করার ফলে অবশ্যই যারা ধূমপায়ী, সেই সকল যাত্রীদের সুবিধা হবে। একই সঙ্গে যারা ধূমপান করেন না তাঁরাও যথেষ্ট উপকৃত হবেন । কারণ স্মোকিং জোনের আয়তন বৃদ্ধি পেলে টার্মিনালে ধোঁয়া ছড়িয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম