ফ‍্যানেদের জন্য সুখবর, এবার বিশ্ব রেকর্ড অরিজিত সিংয়ের

।। প্রথম কলকাতা ।।

বিশ্বের তাবড় তাবড় গায়ক গায়িকাদের পেছনে ফেলে সেরার তালিকায় উঠে এলেন বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের নাম। জনপ্রিয় একটি মিউজিক আপের সমীক্ষায় বিশ্বের প্রথম তিনজন মধ্যে রয়েছেন অরিজিৎ সিং।অনলাইন মিউজিক আপ গুলির জনপ্রিয়তার তালিকায় এতদিন বিশ্বের অন্যান্য গায়ক গায়িকাদের নাম ই সেরার তালিকায় থাকতে দেখা যেত। সেখানে জনপ্রিয়তার নিরিখে ভারতীয় কোনও গায়ক কে সেভাবে দেখা যেত না। এরকমই একটি মিউজিক আপ হল স্পোর্টিফাই।

দেখাগিয়েছে, অনুরাগীদের সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিলেন অরিজিৎ সিং৷ বিশ্বজয় করলেন বাংলার সোনার ছেলে অরিজিৎ সিং৷ বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা বিশ্ব দরবারে শীর্ষে পৌঁছনোর খবরে উচ্ছিসিত নেতিজেনরা। এবার এক গোলেই টেলর সুইফটের মতো জনপ্রিয় পপতারকাকে ছাঁপিয়ে গেলেন অরিজিৎ সিং৷ কী এমন করলেন গায়ক? বিষয়টা একটু খোলসা করে বলা যাক।

বর্তমানে গান শোনার জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে স্পটিফাই৷ স্পটিফাইয়ের হিসেব অনুযায়ী, অনুরাগীদের সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিলেন অরিজিৎ সিং৷ তবে শুধু টেলর সুইফটকেই নয় বরং হলিউডের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং৷ অরিজিতের এই সাফল্যে আনন্দে আত্মহাতা ভক্তরা৷ এই আপে গান শোনার পাশাপাশি নিজের পছন্দের শিল্পীদের ফলো করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা৷

এই ফলো করার মাধ্যমে প্রিয় শিল্পীর গান সম্পর্কে আগে থেকে জানতে পারেন অনুরাগীরা। কোন শিল্পীকে কত বেশি মানুষ ফলো করছেন তা দিয়েই বোঝা যায় সেই শিল্পীর গান শুনতে কতটা আগ্রহী শ্রোতারা। সে রকমই একটি সমীক্ষায় দেখা গিয়েছে স্পটিফাইয়ের অরিজিৎ সিংয়ের অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি৷ সেখানে টেলর সুইফটের অনুরাগীর সংখ্যা ৭ কোটি ৯০ লক্ষের কাছাকাছি৷ স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন প্রথম স্থানে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরন৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version