Digha: দিঘায় এবার গোয়ার মজা ! সমুদ্রে কী হচ্ছে জানেন ?

।। প্রথম কলকাতা ।।

 

Digha: এবার দিঘায় পাবেন গোয়ার মজা। গোটা সমুদ্র এবার চষে বেড়াতে পারবেন আপনিও। সমুদ্র এবার আরো কাছে। অজানা ধরা দেবে আপনার কাছে এসে। সমুদ্রে বিশাল কর্মযজ্ঞ হতে চলেছে। গোয়াতে আর বেড়াতে যাওবার দরকার নেই। বাংলায় এবার সুবর্ণ সুযোগ। এত সৌন্দর্য আগে আপনি কখনো দেখেননি। ঘুরে দেখতে পাবেন গোটা বঙ্গোপসাগর এমন কী হচ্ছে? দীঘায় গেলে এবার থেকে মিস করবেন না কিন্তু।

 

আগে দিঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং হুল্লোড় করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন। কিন্তু এখন নতুন করে সমুদ্র কে চিনতে পারবেন আপনি। দিঘায় পর্যটকদের জন্য শীঘ্রই চালু হতে চলেছে প্রমোদতরী। অপেক্ষায় পর্যটক যাত্রী। পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ। চলতি মাসের শেষের দিকে চালু হয়ে যাবে সমুদ্রে প্রমোদতরীর যাত্রা।

 

গোয়ার মতো দিঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। ২৩ সালে ডিসেম্বরে পরিষেবা চালুর
লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল এম ভি নিবেদিতা। নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। সেই সময় স্থগিত হয়ে যায় প্রমোদতরীর সমুদ্র যাত্রা। তবে অবশেষে সব বাধা দূর হয়েছে। বর্ষাকালেই দিঘায় এবার গোয়ার স্বাদ। উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার। আর বিনোদনের জন্য গান বাজনা-সহ দারুণ সব ব্যবস্থা থাকছে। এই ক্রুজ সম্পূর্ণ এসি
মোট ২টি ডেক রয়েছে সেটিতে। যাত্রীদের বসার জন্য আছে ৮০টি আসন। প্রতিটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও খোলা আকাশ উপভোগ করার সুযোগ। থাকছে রেস্তরাঁও। বর্তমানে দিঘার নায়েকালী মন্দির প্রাঙ্গনে। নির্মাণ করা হয়েছে নতুন পল্টুন জেটি। সেই সঙ্গে জেটি যাওয়ার রাস্তা কংক্রিটের করা হয়েছে।

 

সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসী ম্যানগ্রোভ এবং পাখিদের কলতানের সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপট গড়ে তুলবে পর্যটকদের মনে।তবে এখনও এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত তা জানা যায়নি। আর কয়েক দিনের মধ্যেই ক্রুজে ভ্রমন যে আকর্ষণীয় হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না।

 

https://fb.watch/sGLh9RaGUX/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version