Russia-Ukraine War: জার্মানি ইউক্রেনে পাঠাল ভয়ঙ্কর লেপার্ড টু, টিকতে পারবে না রাশিয়া! ঘুরছে যুদ্ধের মোড়

।। প্রথম কলকাতা ।।

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine War) মোড় ঘুরিয়ে দিতে পারে জার্মানি (Germany)। এক বছর পেরিয়ে গিয়েছে, যুদ্ধ (War) থামার কোনো নাম নেই। পশ্চিমা বহু দেশ পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের (Ukraine)। যার কারণে রাশিয়া বেশ ক্ষুব্ধ। কয়েক মাস আগেই জার্মানি জানিয়েছিল ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠাবে। জার্মানি তার কথা রাখল। জার্মানি ইউক্রেনে পাঠিয়েছে লেপার্ট টু ট্যাঙ্ক। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়, ইউক্রেনে প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ব্যবহারের জন্য পাঠানো হয়েছে প্রায় ১৮টি অত্যাধুনিক ট্যাঙ্ক। যা যুদ্ধক্ষেত্রে অন্যতম অস্ত্র হিসেবে বিবেচিত হয়। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, এই ট্যাঙ্কগুলি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু জার্মানি নয়, যুক্তরাজ্যও ইউক্রেনের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক পাঠিয়েছে।

গত কয়েক বছরে চলমান যুদ্ধে ইউক্রেন বারংবার বিশ্বের বহু দেশের কাছে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। এই যুদ্ধে পশ্চিমাদেশ গুলি রাশিয়ার উপর চাপিয়েছে একের পর এক নিষেধাজ্ঞা। অপরদিকে ইউক্রেনকে আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে যে দেশগুলি সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক দিয়ে সাহায্য করল যুক্তরাজ্য আর জার্মানি। অপরদিকে শোনা যাচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নাকি ন্যাটো জোটের কাছে শুধুমাত্র যুদ্ধ ট্যাঙ্ক নয়, যুদ্ধবিমানও চাইছেন। যদিও এখনও পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে লেপার্ড টু ট্যাঙ্ক সম্পর্কে সেভাবে কিছু জানা যায়নি, তবে যুক্তরাজ্য থেকে পাওয়া চ্যালেঞ্জার টু ট্যাঙ্কের চালনা বিষয়ে ইউক্রেন নিশ্চিত করেছিল।

এমত পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, হয়ত জার্মানির এই সিদ্ধান্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। গত এক বছরের যুদ্ধে রাশিয়া শক্তিশালী হওয়ার সত্ত্বেও ইউক্রেনের কাছে জিততে পারেনি। এখনো পর্যন্ত ইউক্রেন নিজেদের মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের ক্ষতির পরিমাণ প্রচুর, যা পূরণ করতে সময় লাগবে প্রায় দশ বছরের বেশি। যতদিন যুদ্ধ চলবে ততই ক্ষতির পরিমাণ বাড়বে। কিন্তু এখনো পর্যন্ত জেলেনেস্কি পুতিনের কাছে হার মানেননি। কয়েক মাস আগে যখন বার্লিন ঘোষণা করেছিল ইউক্রেনকে অতি শক্তিশালী লেপার্ড টু ট্যাঙ্ক পাঠাবে তখন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল ফ্রান্স। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বহু পশ্চিমা দেশ জার্মানিকে চাপ দিচ্ছিল অস্ত্র সাহায্যের জন্য। পাশাপাশি ফিনল্যান্ডও সীমিত সংখ্যক হলেও ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সাহায্য করার কথা বলে। সেই সময় ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছিলেন, পশ্চিমা বাহিনী যে পরিকল্পনা করছে তা ব্যর্থ হবে। এইভাবে যদি তারা মনে করে ইউক্রেনের ক্ষমতা বাড়াবে তাহলে সেটি তাদের ভুল ধারণা। উপরন্তু বাকি ট্যাঙ্ক গুলো নষ্ট হবে। খারাপ লাগছে ভেবে যে ট্যাঙ্ক গুলি অত্যন্ত দামি। পাশাপাশি খারাপ হতে পারে বার্লিন-মস্কোর সম্পর্ক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version