Gangasagar Mela : আজ থেকে সূচনা গঙ্গাসাগর মেলার, ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পুন্যার্থীরা

।। প্রথম কলকাতা।।

Gangasagar Mela : প্রতিবছরই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয়ে থাকে। যদিও করোনাকালীন পরিস্থিতিতে সেই উৎসবে ভাটা পড়েছিল। কিন্তু তারপরেও গতবছর জনসমাগম ছিল নজরকাড়া। চলতি বছরে অর্থাৎ ২০২৩ এ আজ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ( Gangasagar Mela) । ধীরে ধীরে আগমন ঘটছে পুণ্যার্থীদের । এই বছরেও বিপুল পরিমাণ ভক্তদের ভিড় দেখতে পাওয়া যাবে গঙ্গাসাগর মেলায়। এমনটাই আশঙ্কা করেছে রাজ্য প্রশাসন।

 

এই গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান সারতে এবং কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য এসে থাকেন ভক্তবৃন্দরা। এই বছরেও সেই রীতির অন্যথা হবে না, এমনটা বলাই বাহুল্য। এই কারণে রাজ্য প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকদিন আগেই গঙ্গাসাগরের মেলা নিয়ে বৈঠক হয়েছিল । আর তারপর মেলার প্রস্তুতি খোদ স্বচক্ষে দেখে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) চলতি বছরে করোনা নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনরকম কড়া বিধি-নিষেধ আপাতত আরোপ করা হয়নি।

 

মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে হওয়া বৈঠকে পুণ্য তিথির দিনক্ষণ আগেই জানিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরের মেলা চলবে। কুম্ভ স্নানের শুভ সময় হচ্ছে ১৪ তারিখ ৬ টা ৫৩ মিনিট। আর পুণ্য স্নানের সময় থাকছে এবারে ২৪ ঘন্টা। প্রচলিত প্রবাদ বাক্য অনুযায়ী ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। গঙ্গাসাগরে যাতায়াত পুণ্যার্থীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । তাই এই বছরে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের তরফ থেকে প্রায় ৫০০ টি বেসরকারি বাস চালু থাকবে এবং চলবে ২২৫০ টি সরকারি বাস।

 

একইসঙ্গে সাধারণের সুবিধার জন্য ৩২ টি ভেসেল, চারটি বার্জ, ১০০ টি লঞ্চ থাকছে । পুন্যার্থীরা এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া আসা করতে পারবেন এই বছরে। যা তাদের যাতায়াতকে অনেকটাই সহজ করে তুলবে এমনটাই বিশ্বাস।

Exit mobile version