Soumitrisha Kundu: ফুলশয্যা হল সৌমিতৃষার! নববধূর রূপে সামনে এসে চমকে দিলেন মিঠাইরানী

 

।। প্রথম কলকাতা ।।

 

Soumitrisha Kundu:  এখন নেট দুনিয়ায় হাতে হাতে ঘুরছে কনের বেশে কৌশাম্বির ছবি। গায়ে হলুদ, বিয়ে বা রিসেপশন। কোন লুকে কৌশাম্বিকে সবচেয়ে ভালো মানিয়েছে তা নিয়ে আলোচনার শেষ নেই। ঠিক সেই সময় সামনে এলো সৌমিতৃষার ভিডিও। নববধূর সাজে তাঁকে পাওয়া গেল ফুলে সাজানো শয্যায়। এই ছবি সামনে আসতেই তা ভাইরাল। শুরু হয়েছে জোর চর্চা। এই সময় হঠাৎ এমন ভিডিত সামনে এলো কেন? এই ভিডিও পোস্ট করে কোন বার্তা দিলেন সৌমিতৃষার ফ্যানেরা? বধূর বেশে সৌমিতৃষাকে খুব সুন্দর লাগছে। সেই বার্তাই কি দিতে চাইলেন তাঁরা?

 

স্বশরীরে উচ্ছেবাবু আদৃতের বিয়ে বা রিসেপশনে উপস্থিত ছিলেন না তিনি। তবে বারে বারেই আলোচনায় এসেছে তাঁর কথা। তিনি সৌমিতৃষা কুন্ডু। একটা সময় আদৃতের পাশে বউ হিসেবে তাঁকেই দেখতে চেয়েছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। আদৃতের বিয়ে মিটতেই নববধূ রূপে সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল সৌমিতৃষার। মাথায় মুকুট।সিঁথি মোটা করে রাঙানো সিঁদুরে। হাতে শাঁখা পলা। আলতা রঙে রাঙানো প্রতিটি আঙুল। লাল ব্লাউজ, নীল শাড়িতে মানিয়েছে বেশ। সৌন্দর্য আরও বাড়িয়েছে মেটালিক গয়না।

 

চন্দনের নকশা কপালজুড়ে গালে কলকা। মাথার ওপর ঝুলছে বাহারি ঝাড়বাতি। মিঠাইরানী নববধূর সাজে বসে রয়েছেন পালঙ্কে। ফুলে ফুলে ঢাকা চারপাশ। মুখের ওপর খসে পড়ছে সাদা, গোলাপি ফুলের পাপুড়ি। সেই সুখ গায়ে মাখছেন সৌমিতৃষা। তাঁকে যে বধূর বেশে খুবই সুন্দর লাগছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এইসময় এমন পোস্ট কেন? অনেকেই বলছেন, এই ছবি আগের তোলা। এখন পোস্ট করলেন তাঁর ফ্যানরা।

 

একটা সময় মিঠাইয়ের শ্যুটিং ফ্লোরে আদৃত সৌমিতৃষার সম্পর্ক ছিল মাখোমাখো। তখন নাকি তাঁরা চোখে হারাতেন একে অপরকে। এরপর আদৃতের জীবনে এন্ট্রি নেন কৌশাম্বি। তাতেই ক্রমশ দূরত্ব বাড়তে থাকে আদৃত সৌমিতৃষার। তার জেরে নাকি সিরিয়ালই বন্ধ হয়ে যায় মাঝপথে। আদৃতের বিয়ে বা রিসেপশনে উপস্থিত ছিল মিঠাই পরিবার। ছিলেন না শুধু সৌমিতৃষা। তবে আলোচনায় থেকেছেন বরাবর। সেই আলোচনা তিনি বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন নায়িকা। এমনটাই মত সৌমিতৃষার ফ্যানদের।

 

বৃষ্টিভেজা দিনে বিয়ে হয় আদৃত কৌশাম্বির। ওদিকে বৃষ্টিতে ময়ূরীর মতো নাচার ছবি পোস্ট করেছিলেন সৌমিতৃষা। এবার সামনে এলো তাঁর নববধূর সাজ। বিয়েতে লাল রঙের বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বি। কপালে কলকা কাটেননি। ছিল শুধু লাল একটা টিপ, তার চারদিকে সাদা ডট। গা ভরা সোনার গয়না পরেছিলেন। কলকা আঁকা মুখে সৌমিতৃষা সাজলেন নীল শাড়িতে। বধূর সাজে কাকে বেশি ভালো লাগছে আপনার? কৌশাম্বি নাকি সৌমিতৃষা? এগিয়ে থাকলো কে? লিখুন নীচের কমেন্ট বক্সে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version