Toy Train Ride: বড়দিন থেকে নিউ ইয়ার, পর্যটকদের জন্য বাড়তি জয়রাইডের ব্যবস্থা

।। প্রথম কলকাতা ।।

Toy Train Ride: চলতি বছর শেষের মুখে, নতুন বছরকে সাদরে গ্রহণ করার জন্য মুখিয়ে আছে বিশ্ববাসী। বছর শেষ আর বছর শুরুর এই সময়টা যেন পর্যটকদের কাছে স্বপ্নের সময়। কারণ নিজেদের বন্ধু-বান্ধব , পরিবার পরিজন এবং কাছের মানুষদের সঙ্গে নিয়ে বছরের এই সময়টাতেই ঘুরতে যেতে পছন্দ করেন অনেকে। আর বাঙালি পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে জায়গা গুলির নাম উঠে আসে তার মধ্যে দার্জিলিং (Darjeeling) কিন্তু অন্যতম। তাই বলাই বাহুল্য এই বছরও বড়দিন এবং নিউ ইয়ার উপলক্ষে সেখানে পর্যটকদের ভিড় নামতে চলেছে রাস্তায় । যার জন্য দার্জিলিং হিমালয়ান রেলের (Darjeeling Himalayan Railway) তরফ থেকে এক নয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

বাড়ানো হয়েছে জয় রাইডের (Joy Ride) সংখ্যা । দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা প্রিয়াংশু বাবু জানান, বর্তমানে দার্জিলিংয়ে আটটি জয়রাইড চলছে ঘুম স্টেশন থেকে। তবে ২৫ ডিসেম্বর এবং নিউইয়ারকে কেন্দ্র করে আরও চারটি টয়ট্রেন (Toy Train) বাড়ানো হবে শুধুমাত্র পাহাড়ে নয় সমতলেও এই টয় ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু করে জানুয়ারির প্রায় ২ তারিখ অবধি শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত সন্ধ্যার সময় টয় ট্রেন চালানো হবে।

সেখানে গিয়ে কুড়ি মিনিট মতো বিরতি নেওয়ার পর আবারো ট্রেনটি শিলিগুড়ি জংশনে (Siliguri Junction) এসে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। জানা গিয়েছে এই জয় রাইডের জন্য ব্যক্তি পিছু খরচ প্রায় ১২০০ টাকা। যেহেতু টয় ট্রেনের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। তাই যে পর্যটকরা এখানে আসেন তাঁরা একবার হলেও টয়ট্রেনে চাপতে চান। কিন্তু টিকিট পাওয়া এই সময় বেশ মুশকিল হয় । তাই সেই সমস্ত পর্যটকদের কথা মাথায় রেখে জয়রাইড এর সংখ্যায় বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন খুশি হবেন পর্যটকরা তেমনই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আয়ের সংখ্যা বেশ খানিকটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version