নিউমার্কেটে ১০০ টাকার পারফিউম নিয়ে জালিয়াতি! বাংলাদেশিরা সাবধান, বোতলে আসলে রয়েছে

।। প্রথম কলকাতা ।।

নিউমার্কেটে গেলেই দেখতে পাবেন ১০০ বা ২০০ টাকায় বিক্রি হচ্ছে জোড়া পারফিউম। বাজারে বা অনলাইনে যার দাম প্রায় ৫০০। সস্তায় পেয়ে আপনি তো কিনে বাড়ি ফিরে আসছেন। কখনও মনে খটকা লাগেনি? ৫০০ টাকার ডিও কীভাবে ১০০ টাকায় দেয় নিউমার্কেটের এই বিক্রেতারা? পারমিউমের বোতলে আসলে কী থাকে জানেন? সবথেকে বেশি ঠকে যান কিন্তু বাংলাদেশিরা শুধু তো পারফিউম নয় কাজল থেকে লিপস্টিক, বডি লোশন সব কিছুই এই চত্বরে পাওয়া যায় হাফ দামে। এতো কম দাম আর কোথাও দেখা যায় না। এটাই একটা বড় ব্যবসা। ফাঁদে পড়লেই সর্বনাশ। একটা বড় চক্র কাজ করছে। কীভাবে এরা দিনের পর দিন মানুষ ঠকাচ্ছে জানেন? এক বাংলাদেশি ভ্লগারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নিউমার্কেটে গিয়ে কীভাবে প্রতারিত হয়েছেন? ঠকে যাওয়ার আগে জানুন সবটা। বাংলাদেশ থেকে অনেকেই আসেন নিউমার্কেটে কেনাকাটা করতে। ঠিক গ্র্যান্ড হোটেলের নীচেই দেখতে পাবেন হাত বাড়িয়ে ডিও এগিয়ে বলছে –নিয়ে যান মাত্র ১০০ টাকা।

এই পারফিউমের বোতলগুলো ভালো করে না দেখেই কিনে নেন অনেকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন নীচে দামের উপর স্টিকার লাগানো। নখ দিয়েই সেটা তুললেও সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ৫০০ টাকার ডিও ১০০ টাকায় বিক্রি করছে ঠিকই কিন্তু সবগুলোরই ডেট পেরিয়ে গেছে। এই বাংলাদেশি ভ্লগারদের সাথে এমনও হয়েছে। ২০৩ এ ২০১৯ সালের পারফিউম কিনে নিয়ে চলে এসেছেন অথচ টেরই পাননি। এক্সপায়ারি ডেট পেরনো প্রোডাক্ট ইউজ করলে কী হবে বুঝতেই পারছেন। তাই নিউমার্কেটের ফুটপাতে বিক্রি হওয়া বডি লোশন ক্রিম, কাজল, মেকআপের প্রোডাক্ট ভুলেও কিনতে যাবেন না। জাল শ্যাম্পু মাথায় ব্যবহার করলে কী হতে পারে বুঝতে পারছেন? আবার অনেক ক্ষেত্রে কমদামের প্রোডাক্ট নানা ব্র্যান্ডের নাম দিয়েও চালানো হয়। প্রোডাক্ট ব্যবহারের সময় টের পাবেন কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে তাই আগে থেকেই সাবধান হন।

ডক্টর ফুডি নামের ওই ভ্লগাররা এই বিক্রেতাদের কারসাজি ধরতে পেরেছিলেন। জিনিস ফেরত দিতে গিয়ে পাল্টা প্রশ্নও করেন। প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে সবটা পর্দাফাঁস হয়। জানা যায় এই বিক্রেতারা এক জায়গা থেকে কিনে নিয়ে আসেন। কিন্তু সেটা কোন জায়গা তা জানা যায়নি। শেষ পর্যন্ত সমস্ত প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা দিতে বাধ্য হন ওই ব্যবসায়ীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version