মোদীর সফরের আগেই ফ্রান্সের বড় অফার, ডিফেন্সে ছক্কা! আমেরিকার জন্য ভেসতে যাবে না তো?

।। প্রথম কলকাতা ।।

মোদী ফ্রান্সে পা দেওয়ার আগেই এল বড় অফার, পাকিস্তান অস্থির। এক ঢিলে কীভাবে দু পাখি মারলেন নমো, কেন হঠাৎ ভারতের ওপর এত ভরসা ম্যাঁক্রোর? আমেরিকার জন্য দিল্লি হারাতে পারে বড় চান্স। ২০২২ মোদীর সঙ্গে দেখা হওয়ার আগেই ভারতের সঙ্গে ৪৩ হাজার কোটির চুক্তি থেকে সরে গিয়েছিল ফ্রান্স, কিন্তু মাত্র এক বছরেই উল্টে গেল খেলা নাকি মোদী একাই উল্টে দিলেন গোটা গেম। মোদীর ওয়াশিংটন সফরের পর আমেরিকাকে দেখে শুধু ফ্রান্স নয় গোটা বিশ্ব অবাক। শুনুন এমনি এমনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেননি রাজীব-মনমোহন সিং বা নরেন্দ্র মোদী বাকী বিদেশসফরের থেকে এই সফর ছিল অনেক আলাদা। বড় খবর দিল ফ্রান্স ভারতের মাটিতে যুদ্ধবিমানের ইঞ্জিন বানাতে চায় ম্যাঁক্রোর দেশ। তবে একটা জটিল বিষয় রয়েছে এর মাঝেই৷ আমেরিকার জন্য ফ্রান্সের এই ডিল আটকে যাবে না তো?

ওয়াকিবহাল মহল বলছে, আমেরিকার থেকেও কয়েকগুণ এগিয়ে গেল ফ্রান্স। এমনিতেই বর্তমানে ফ্রান্সে ভারতের একটা বড় প্রভাব দেখা যাচ্ছে। রাজধানী প্যারিসে নঁতে এলাকায় ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ১৭ বছরের কৃষ্ণাঙ্গ তরুণ নাহেলকে হত্যার পর যেভাবে ফ্রান্স উত্তেজনা তাতে পরিস্থিতি বাগে আনতে যোগী আদিত্যনাথের মতো শাসক প্রয়োজন এমনই দাবি উঠে আসে টুইটারে নেটিজেনদের তরফে। দুটো বিষয় সম্পূর্ণ আলাদা হলেও ফ্রান্স যে ঝুঁকছে ভারতের দিকে তা স্পষ্ট৷ কিন্তু হঠাৎ কেন? নেপথ্যে ম্যাঁক্রোর কী লাভ?

ফ্রান্সের থেকে রাফালে ফাইটার জেট সহ অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কিনেছে ভারত। সেই ভারতের সঙ্গে এই ভারতের মাটিতেই ফাইটার জেট তৈরি করবে ম্যাঁক্রোর দেশ। এর মানে ঘরে বসেই এবার লক্ষ্মীলাভের বড় সুযোগ দিল্লির। শুধু তাই নয়, এর রয়েছে আরও অনেক বড় প্রভাব৷ ভারতের এতটা বাড়বাড়ন্ত পাকিস্তান সহ্য করতে পারবে তো? ফরাসি সংস্থা ‘স্যাফরান’-কে সবুজ সংকেত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ভারতের সঙ্গে মিলে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে আগ্রহ প্রকাশ ফ্রান্সের এই সংস্থা। মোদীর মার্কিন সফরের সময় জিই-৪১৪ ইঞ্জিন সংক্রান্ত চুক্তি হয়েছিল ভারতের দুটো চুক্তি একসঙ্গে রক্ষা করা যাবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কা এজন্যই তৈরি হয়েছে কারণ। নিজেদের স্বার্থ রক্ষার্থে আমেরিকা ‘ইন্টারন্যাশনাল ট্র্যাফিক ইন আর্মস রেগুলেশন’-এর নীতি অনুযায়ী চলে। এই নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি থাকলে অন্য দেশের সঙ্গে এমন কোনও অস্ত্র চুক্তি করা যাবে না যাতে আমেরিকার ক্ষতি হবে বা তাদের স্বার্থ রক্ষা হবে না। তাহলে ভারতকে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে হবে শুধু যুক্তরাষ্ট্রের জন্য?

জানা যাচ্ছে ম্যাঁক্রো প্রশাসনের প্রস্তাবিত ১১০ কিলো নিউটন ইঞ্জিনটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে এর জন্য যে প্রযুক্তি প্রয়োজন পড়বে তা দেবে ‘স্যাফরান’। এই ইঞ্জিন ব্যবহার করা হবে ‘অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট’-এ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার সঙ্গে জিই-৪১৪ ইঞ্জিন সংক্রান্তর থেকে ১০০ শতাংশ অনেকটাই এগিয়ে ফ্রান্সের এই প্রস্তাব। তাহলে ভারত কি পড়ে যাচ্ছে উভয় সংকটে? আগামী ১৪ জুলাই বাস্তিল দিবস ১৩ জুলাই প্যারিসে পৌঁছেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর সেখানে তিনি কোন ম্যাজিক দেখান সেটাই দেখার, তবে সূত্র মারফত জানা গিয়েছে, মার্কিন নীতিকে পাশ কাটিয়েই ফ্রান্সের সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে ভারতবর্ষ। তেমন হলে যে ভারত মাইলফলক তৈরি করবে তা বলাই বাহুল্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version