।। প্রথম কলকাতা ।।
Bear census: শীত পড়তেই ভালুকের আগমন ডুয়ার্সে। এই প্রথম ভালুক গণনা করতে চলেছে রাজ্যে বনদপ্তর। গত বছর প্রথম ভালুক দেখা গিয়েছিল জলপাইগুড়ি জেলার মেটিলি ব্লকের ইংডং চা বাগান এলাকায়। ডুয়ার্সের মালবাজার মাদারিহাট ,বক্সা সহ বেশ কয়েকটি এলাকায় ভালুক দেখা যায়। যদিও ভালুকের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছিলেন ।
শীত পড়তেই বরাবরের মত ভালুকের আনাগোনা শুরু হয়েছে ডুয়ার্সের চা বাগানের জনবসতি এলাকায়। তাদের হানায় স্থানীয়দের মৃত্যু হয়েছে। পাল্টা জনরোষে মারা পড়েছে ভালুকও। চা বাগানের বসতিতে ভালুক চলে আসার কারণ খুঁজতে এবার ভালুক গণনার সিদ্ধান্ত নিল বনদপ্তর। ডিসেম্বর থেকেই রাজ্যে প্রথম ভালুক গণনার কাজ শুরু হবে বলে বনদপ্তর সূত্রের খবর। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাহাড়ের পরিবেশ প্রেমীরা।
চলতি বছরে ভালুক দেখা দিয়েছে লোকালয়ে। আতঙ্কে সৃষ্টি হয় মানুষের মধ্যে। ফাঁদ পেতে ভালুক ধরে বন দপ্তর। গত ১৫দিনের ৬টি ভালুক উদ্ধার করেছে বনদপ্তর। কিন্তু কত ভালুক রয়েছে ডুয়ার্সে? তা এখনও অজানা। তাই চলতি বছর ডিসেম্বরে ভালুক গণনা করা হবে বলে জানানো হয়েছে। বিয়ার কোরাল পদ্ধতিতে ভালু গণনা করা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে বনদপ্তর।
কিন্তু এই বিশেষ পদ্ধতিটি ঠিক কি রকম? যে সমস্ত জায়গায় ভালুক দেখা গিয়েছে সেই সব জায়গায় প্রথমে খাঁচা পাতা হবে। খাঁচায় ভালুকের পছন্দের খাবার দেওয়া হবে। সেই খাবার খেতে এলেই ধরা পড়বে ভালুক। আর তাতেই ভালুকের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে বনদপ্তর। এর ফলে মানুষ এবং ভালুকের সংঘাত কমবে বলেও মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম