।। প্রথম কলকাতা ।।
TMC: গত সোমবারই তৃণমূল যুব কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার রাজ্য জুড়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবমাননাকর মন্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সারা রাজ্য জুড়ে কোথাও মিছিল করে, কোথাও ফুটবল খেলে এই মন্তব্যের প্রতিবাদ করা হবে। সেইমতো আজ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূলের তরফে। প্রতিবাদে এদিন মিছিলে ফুটবল খেলতে দেখা যায় তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে।
প্রসঙ্গত, লক্ষ কণ্ঠে গীতা-পাঠের আসরে স্বামী বিবেকানন্দকে অসম্মান ও অপমানের অভিযোগ উঠেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সেই প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। সুকান্তর মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য ছিল, “সুকান্ত মজুমদারের বক্তব্যে এটা প্রমাণিত যে, কেন্দ্র বা রাজ্যস্তরের বিজেপি নেতাদের বাংলার মণীষীদের প্রতি কোনওরকমের শ্রদ্ধা, ভালোবাসা নেই। তাঁদের এহেন বক্তব্য মানুষ মেনে নেবেন না।” এই সময় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পুরো বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। তৃণমূলের হাতে কোন ইস্যু নেই তাই এসব উল্টোপাল্টা কথা বলছে।”
রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারংবার অভিযোগ তুলে বলতে দেখা যায় যে, বিজেপি বাংলার মনীষীদের অপমান করেছে। বাংলার কৃষ্টি ও ইতিহাসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তারা। বঙ্গে শাহের কর্মসূচির দিনই পালটা তাঁকে চাপে ফেলতে এবার শাহকেও ক্ষমা চাইতে হবে বলে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম