Shakib Khan: প্রথমে কাজ করেছেন বিনা পয়সায়! শাকিব খান এখন কত টাকার মালিক জানেন? শুনলে চমকে উঠবেন

।। প্রথম কলকাতা ।।

 

Shakib Khan: ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তাঁর ছবি মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। ফাস্ট শো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরা। শাকিব খান মানেই সিনেমা সুপারহিট। তাই তাঁকে পেতে এখন ব্ল্যাঙ্ক চেক দিতেও রাজি প্রযোজক পরিচালকরা। কিন্তু জানেন কি, একটা সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি।প্রথম দিকে তিনি ছবি পিছু কত টাকা নিতেন জানেন ? এখন কত টাকা পারিশ্রমিক নেন? জানেন ঢালিউডের কিংয়ের মোট সম্পত্তির পরিমান কত? শুনলে চমকে উঠবেন।

 

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাঁর সিনেমা মানেই হাউসফুল। গত কয়েক বছরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।বাংলাদেশে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। এখন তাঁর ওপরেই বাজি লাগাতে চাইছেন সিনেমার পরিচালক এবং প্রযোজকরা। গত কয়েক বছরে পর পর সুপারহিট সিনেমা দিয়েছেন তিনি।

 

চলতি বছর ইদে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ‘রাজকুমার’। ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা সংস্হা শাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করেছে ‘তুফান’ সিনেমা। শাকিব খান ও তুফান নিয়ে এখন চর্চা তুঙ্গে। অনেকেই জানতে চাইছেন কত টাকার এবং সম্পত্তির মালিক ‘ঢালিউড কিং’? পরপর হিট সিনেমা তাঁকে নিয়ে গিয়েছে আলাদা উচ্চতায়। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’র মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের।

 

দু-দশকের বেশি সময় ধরে তিনি জড়িয়ে রয়েছেন অভিনয়ের সঙ্গে। গত এক দশক ধরে তিনিই একরকম এগিয়ে নিয়ে চলেছেন বাংলাদেশের ফিল্ম ইন্ড্রাস্টিকে। এখন পর্যন্ত প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অনেকগুলিই ‘ব্লক বাস্টার’ সুপার হিট। গত বছর তাঁর অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেশ- বিদেশে প্রশংসা পেয়েছিল। এই সিনেমায় নতুন একটি লুকে দেখা গিয়েছিল শাকিব খানকে। শাকিব তাঁর কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন। এখন তাঁর ছবিপিছু পারিশ্রমিক কত জানেন?

 

প্রথম প্রথম তিনি অনেক সিনেমাতেই পারিশ্রমিক ছাড়া অভিনয় করেছিলেন। শুরুর দিকে পরিচিতি হওয়ার পর ছবিপিছু তাঁর পারিশ্রমিক ছিল ৩০ হাজার টাকা। পরে সময়েরর সঙ্গে সঙ্গেই তাঁর পারিশ্রমিকের পরিমাণ বেড়েছে অনেকটাই। তারকার খ্যাতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পারিশ্রমিক। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখন প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে ৬০ থেকে ৭০ লাখ টাকা নিয়ে থাকেন তিনি।

 

এছাড়া বিজ্ঞাপনের জন্য দেড় থেকে ৪ লাখ টাকা নেন তিনি। স্টেজ শো বা টেলিভিশনে অনুষ্ঠান করার জন্যও আলাদা পারিশ্রমিক নেন এই সুপার স্টার। এসব মিলিয়ে প্রতি বছর দেড় কোটির বেশি টাকা আয় করেন শাকিব খান। এছাড়াও এসকে ফ্লিমস নামে তাঁর যে প্রযোজনা সংস্থা আছে। তা থেকেও আয় করেন তিনি। তবে তাঁর নিজের কতটা স্থাবব এবং অস্থাবর সম্পত্তি রয়েছে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি শাকিব খান। সূত্রের খবর বাংলাদেশের সিনেমার এই ‘কিং খান’-এর সম্পত্তির পরিমাণ ২০ মিলিয়ন ডলারের বেশি। তা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২১৫ কোটি টাকা। এখন তিনি সাফল্যের তুঙ্গে। তাই তাঁর সম্পত্তির পরিমান বাড়তেই থাকবে একথা বলাই যায়।

 

https://fb.watch/sSnJB6sR4v/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version