খুঁজে পাবেন নিজেরই প্রতিফলন, বাদামতলা আষাঢ় সংঘের এবারের থিম ‘প্রতিরূপ’

।। প্রথম কলকাতা ।।

নিজের প্রতিফলনই খুঁজে পাবেন মণ্ডপে প্রবেশ করলে! বাদামতলা আষাঢ় সংঘ সেজে উঠেছে অভিনব ভাবনায়। সাদামাটা পরিবেশের মধ্যেও যে বার্তা দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থিমের পোশাকি নাম ‘প্রতিরূপ’। পুজো একেবারেই দোরগোড়ায়। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই দেখা যাবে অভিনব থিমের সম্ভার। থিমের মধ্যে দিয়ে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করবেন পুজো উদ্যোক্তারা। আর তার মধ্যে দিয়েই চলবে ভিড় টানার লড়াই। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখন জোর কদমে চলছে।

এক একটা থিম তাদের এক একটা নতুন নতুন ভাবনা নিয়ে উপস্থাপনা করছে। তার মধ্য থেকে বাদামতলা আষাঢ় সংঘ যে বার্তা দিচ্ছে তা সত্যিই বর্তমান যুগের সাথে প্রাসঙ্গিক। প্রায় ১ লক্ষ্য শাল পাতা, শুকনো ডাল, গাছের গুঁড়ি, নারকেলের দড়ি দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। দেখলে চোখ জুড়িয়ে যাবে! ৮৫ বছরের পদার্পণ করল বাদামতলা আসার সংঘের পুজো। আর থিমের ভাবনাকে বিভিন্ন সময় তাঁরা নতুন নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁদের এবারের যে ভাবনা তার নাম দেওয়া হয়েছে ‘প্রতিরূপ’।

গোটা মণ্ডপের আঙিনা জুড়ে দেখা যাবে গাছের বিভিন্ন অংশ। মণ্ডপ সজ্জায় যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে তার সবকিছুর সাথেই গাছের যোগ রয়েছে। মূলত প্রকৃতিকে ধ্বংস না করার একটা বার্তা থাকছে। থিমটিকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রবেশ করলেই দর্শকরা নিজেদের প্রতিফলন কে দেখতে পাবে। প্রকৃতিকে আমরা যা দিচ্ছি প্রকৃতির সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে। প্রকৃতির সাথে খারাপ করলে আমাদেরও খারাপই হবে। তাই প্রকৃতিকে বাঁচানোর এক অনন্য প্রয়াস করছে বাদামতলা আষাঢ় সংঘ ক্লব।

প্রকৃতির সব কিছুই দেবতার দান! অথচ তাকেই হত্যা করছে মানুষ! প্রকৃতিতে যা কিছু দেখা যায় গাছপালা, জল, বায়ু, সবই দেবতারই দেওয়া। আর তাকে সযত্নে বাঁচানো মানুষের কর্তব্য। কিন্তু, মানুষ নিজের স্বার্থে ধ্বংসলীলায় মেতেছে। এখন প্রকৃতির সব কিছুই মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত। আধুনিকতার দৌড়ে হারিয়ে যাচ্ছে স্বাভাবিকতা। সেই প্রতিচ্ছবিই দেখা যাবে বাদামতলা আষাঢ় সংঘের মণ্ডপে। প্রতিমাতে থাকছে সনাতনী আদল। থিমের সঙ্গে তাল মিলিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। এভাবেই সেজে উঠছে ‘প্রতিরূপ’। যা দেখতে অবশ্যই আসতে হবে আপনাদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version