Weather update: অবশেষে স্বস্তি! আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: অবশেষে স্বস্তির বার্তা। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

অন্যদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version