SSC Case in Supreme Court: অবশেষে কাটল জট! ১৪ হাজার শূন্যপদে নিয়োগে আর বাধা নেই, জানাল সুপ্রিম কোর্ট

।। প্রথম কলকাতা ।।

SSC Case in Supreme Court: কলকাতা হাই কোর্ট উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিংয়ের নির্দেশ আগেই দিয়েছিল। সেই নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের একটি মেধাতালিকায় উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। কাউন্সেলিংনানা কারণে বন্ধ ছিল। হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি এই নিয়োগ প্রক্রিয়ার শুরু করার ব্যাপারে। সেই মত, কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ গত ১৭ অক্টোবর এসএসসিকে কাউন্সেলিং শুরুর নির্দেশ দেয়। তার সাথে জানিয়ে দেওয়া হয়, কাউকে নিয়োগপত্র দিতে পারবে না তারা। কলকাতা হাই কোর্টের সেই নির্দেশ মেনে এসএসসি উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করে। চাকরিপ্রার্থীদের একাংশ এই নির্দেশের বিরোধিতা করে যান সুপ্রিম কোর্টে। তাঁদের দাবি ছিল, প্যানেলে গরমিল রয়েছে। বন্ধ করতে হবে কাউন্সেলিং। সেই আবেদনেরই শুনানি ছিল আজ।

এদিন সুপ্রিম কোর্ট জানায়, কাউন্সেলিং বন্ধ করা যাবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের। চলতে পারে কাউন্সেলিং। তবে নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্ট যদি চূড়ান্ত কোনও রায় দেয়, তা চাকরিপ্রার্থীরা চ্যালেঞ্জ করতে পারবেন। আজ বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টের আজকের রায়ে ওই ১৪ হাজার প্রার্থীর চাকরি নিয়ে জট কাটল বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version