Tollywood: ‘বাবার হাত ধরে নয়’, নিজের চেষ্টায় শীঘ্রই সিনেমা জগতে শাশ্বতর কন্যা

।। প্রথম কলকাতা ।।

 

Tollywood: বলিউডের স্টার কিডদের নিয়ে হামেশাই চর্চা চলে। ট্রেনড বদলেছে টলি পাড়াতেও। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গর্ব হলেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। টলিউড বলিউড সবেতেই তাঁর অবাধ বিচরণ। গোটা ভারতীয় চলচ্চিত্র জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। তাঁর স্ত্রী মহুয়া চ্যাটার্জি পেশায় একজন শিক্ষিকা। আর এই পরিবারেরই বড্ড আদরের মেয়ে হিয়া। শাশ্বত চট্টোপাধ্যায় একমাত্র কন্যা হিয়া চ্যাটার্জি। রূপে লক্ষী গুণে সরস্বতী হিয়া। লা মার্টিনা কলকাতা স্কুল থেকে পড়াশোনা করেছেন। এই মুহূর্তে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী সে।

 

বাবা-ঠাকুরদার পেশাকেই আপন করতে চায় সে? শাশ্বত চট্টোপাধ্যায়ও জানান হিয়ার ইচ্ছে তো রয়েছে অভিনয় আসার। ওডিশি নাচ শিখেছেন হিয়া। আসলে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া জন্ম সূত্রে অভিনয়ের অ আ ক খ শিখতে শিখতে বড় হয়ে উঠেছেন। তার বাবা যেমন শাশ্বত চ্যাটার্জি, তাঁর দাদু কিন্তু প্রবাদপ্রতিম বাংলা ছবির অভিনেতা শুভেন্দু চ্যাটার্জি। বাবার একেবারে নয়নের মনি হিয়া।

 

এই বয়সেই সৌন্দর্যে তিনি মাত করে দিতে পারেন টলি পাড়ার তাবড়তাবড় সব অভিনেত্রীদের। লেখাপড়াতেও বেশ ভালো। একটা ছবি শেষ হতে না হতেই আর একটা ছবির কাজ নিয়ে বসে পড়েন শাশ্বত। তবে খুব কম মানুষই জানেন যে এই কাজের দুনিয়া বাদ দিয়েও আর একটা ভীষণ কাছের ব্যক্তিগত জগত রয়েছে তাঁর। সেই কাছের মানুষটি হল তাঁর মেয়ে। এই বয়সেই সুন্দরী। দীপিকা পাড়ুকোনের বিরাট বড় ফ্যান হিয়া। সেটা জানতে পেরে সম্প্রতি দীপিকা, তার ছোট্ট অনুরাগীর জন্য একটি বিশেষ উপহার পাঠিয়েছেন। শাশ্বতর মেয়ে লাইমলাইটে না এলেও হিয়া সৌন্দর্যে টেক্কা দেবে বলিউড হিরোইনদেরও। এই অল্প বয়সেই এত সুন্দরী তিনি যে পশ্চিমী পোশাক হোক বা শাড়ি সবেতেই স্বচ্ছন্দ হিয়া। অভিনয় তাঁর রক্তে। বাবা-ঠাকুরদার পেশাতেই কি ক্যারিয়ার গড়বেন হিয়া। সেটাই এখন দেখার।

 

তবে অভিনেতা শাশ্বত চ্যাটার্জির একটাই কথা পরিচালকরা হিয়ার প্রতিভাকে বিচার করবেন, আমি‌ নয়। শাশ্বত মনে করেন এই মুহূর্তে তিনি তার মেয়েকে গাইড করার প্রয়োজনবোধ করছেন না। এই প্রজন্ম ভীষণ স্মার্ট ফোকাসড এবং বুদ্ধিমান। তাঁর বাবা কিন্তু তাঁর জন্য কোথাও সুপারিশ করেননি। শাশ্বত বিশ্বাস করেন অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন তার নিজের পথ খুঁজে পায়। হিয়া যেটাই হবে সেটা নিজে লড়ে নেবে। এবং যদি সে আমার পরামর্শ চায় আমি সব সময় আছি। জানা গেছে, হিয়া দামিনী বেনি বসুর সঙ্গে একটি অভিনয় কর্মশালা করেছেন। শর্মিলা বিশ্বাসের অধীনে নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন।। বাবার হাত ধরে নয়, হিয়া কঠোর পরিশ্রম করে সিনেমা জগতে আসতে চাইছেন। হিয়াও বুঝে গেছেন সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা হলে সেটি দীর্ঘস্থায়ী হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version