Maha Shivaratri 2023: মহা শিবরাত্রিতে ফিরবে ভাগ্য! পেশা অনুযায়ী কোন রুদ্রাক্ষ পরবেন?

।। প্রথম কলকাতা ।।

Maha Shivaratri 2023: সুফল পেতে অনেকেই রুদ্রাক্ষ পরিধান করেন। রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের। রুদ্রাক্ষ শুধুমাত্র ধারণ করলেই হয় না সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। প্রচলিত বিশ্বাস এবং ধ্যান ধারণার উপর গড়ে ওঠা নিয়ম অনুযায়ী, রুদ্রাক্ষ পরিধান করতে হয় সঠিক উপায়ে। যার মোক্ষম সময় মহা শিবরাত্রি (Maha Shivaratri)। ২০২৩ এ মহা শিবরাত্রি (Maha Shivaratri) পড়েছে ১৮ই ফেব্রুয়ারি শনিবার। এই দিনে তৈরি হয়েছে বেশ কয়েকটি শুভ যোগ। বছরে অনেকবার শিবরাত্রি আসে তবে, মহা শিবরাত্রি (Maha Shivaratri) একবারই আসে এবং শিবভক্তরা রাত সারা রাত জেগে দেবাদিদেবের আরাধনা করেন। এছাড়াও প্রতি সোমবারকে দেবাদিদেবের বার বলা হয়। যদিও দেবাদিদেব সামান্য বেল পাতাতে তুষ্ট , তাঁকে আরাধনার জন্য প্রয়োজন শুধুমাত্র ভক্তি।

বহুকাল আগে থেকেই দেবাদিদেবের সাথে জড়িয়ে রয়েছে রুদ্রাক্ষের ধারণা। রুদ্রাক্ষ পরিধান করে বহু মানুষ নাকি সুফল পান। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মানুষের জীবিকা কিংবা পেশা অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক বেশি সুফল পাওয়া যায়। রুদ্রাক্ষ সাধারণত অনেক ধরণের হয়ে থাকে। সেক্ষেত্রে কোন রুদ্রাক্ষ আপনার জন্য বেশি ভালো ফলদায়ক তা নির্বাচন করতে হবে। জেনে নিন জ্যোতিষ শাস্ত্র কি বলছে।

রুদ্রাক্ষ পরার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে শিবলিঙ্গে স্পর্শ করাতে হবে। যেহেতু রুদ্রাক্ষকে দেবাদিদেবের পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় তাই সে ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version