।। প্রথম কলকাতা ।।
Train Cancel: চলতি মাসেই প্রায় ১০ দিন হাওড়া- বর্ধমান শাখার নিত্য যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি হতে চলেছে। কারণ এই দশ দিন একাধিক লোকাল ট্রেনের পরিষেবা মিলবে না। ১৮ নভেম্বর থেকে শুরু করে ২৭ নভেম্বর পর্যন্ত পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে রেলের তরফ থেকে।
কী কারনে টানা ১০ দিন বন্ধ একাধিক লোকাল ট্রেন ?
পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ১৮ তারিখ থেকে বারুইপুর এবং চন্দনপপুর সেকশনের চতুর্থ লাইনের কাজ শুরু হবে। এই কাজ চলবে প্রায় দশ দিন পর্যন্ত। একই সঙ্গে কাজ চলবে ট্রাফিক ও পাওয়ার ব্লকের। তাই যাত্রীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হলেও রেলের তরফ থেকে বন্ধ রাখা হবে একাধিক লোকাল ট্রেন পরিষেবা।
বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন ?
শিয়ালদা থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩২৪১১,৩২৪১৩
বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল-৩৬৮১২, ৩৬৮৩৮,৩৬৮৪০,৩৬৮৪২,৩৬৮৫৪
হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল-৩৬৮১১, ৩৬৮২৫,৩৬৮২৭,৩৬৮২৯,৩৬৮৫১
চন্দনপুর থেকে বাতিল ট্রেনগুলি হল-৩৬০৩২, ৩৬০৩৪,৩৬০৩৬,৩৬০৩৮
গুড়াপ থেকে বাতিল ট্রেন-৩৬০৭২
বারুইপাড়া থেকে বাতিল ট্রেনগুলি হল-৩৬০১২, ৩২৪১২,৩২৪১৪
গতিপথে বদল হয়েছে কোন কোন ট্রেনের ?
চলতি মাসের ১০ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই কদিন দ্বারভাঙ্গা কলকাতা এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে ঘুরে যাবে। দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস যাবে ব্যান্ডেল দিয়েই। এছাড়াও উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে ব্যান্ডেল দিয়েই নিয়ে যাওয়া হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম