Pakistan: পাকিস্তানে ফের বিস্ফোরণ! ঘটনায় নিহত চার ও আহত পনেরো

।। প্রথম কলকাতা ।।

Pakistan: সোমবার পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণে মোট চারজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটার শাহরা-ই-ইকবাল এলাকায়।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে বিস্ফোরণে পুলিশের গাড়ির আশেপাশে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে এক নাবালিকাও নিহত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহতদের মরদেহ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় সদর হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে এই বছরের ৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের কোয়েটায় একটি বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল, একাধিক ব্যক্তি আহত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে এফসি মুসা চেকপয়েন্টের কাছে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, কোয়েটা পুলিশ সদর দফতর এবং কোয়েটা সেনানিবাসের প্রবেশদ্বারের কাছে একটি নিরাপদ এলাকায় বিস্ফোরণটি ঘটে।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের একটি শহর কোয়েটা। এই অঞ্চলে দেশটির বিচ্ছিন্নতাবাদী জাতিগত বিদ্রোহী একটি গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version