Accused for cheating: প্রতারণার হদিশ, পুলিশকর্মী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

।। প্রথম কলকাতা ।।

Accused for cheating: ফের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল রানাঘাটে। রীতিমতো পুলিশের পোশাক পরে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত বছর চল্লিশের এক ব্যক্তি।

রীতিমতো পুলিশের পোশাক পরে নিজেকে পুলিশের এসআই পদে কর্মরত পরিচয় দিয়ে, পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে রাণাঘাট মহকুমা আদালতে।

পুলিশ পরিচয় দেওয়া প্রতারক ব্যক্তির নাম শৈলেন ঘোষ ওরফে রাহুল। তিনি শান্তিপুর থানার সর্বনন্দী পাড়ার বাসিন্দা।

অভিযোগ, শৈলেন ঘোষ নামে শান্তিপুরের ওই ব্যক্তি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হাঁসখালি থানা এলাকার বিষ্ণু মণ্ডল এবং রোহিত মণ্ডল নামে দুই ব্যক্তির সঙ্গে আলাপ করেন। এরপর শৈলেন ঘোষ নিজেকে ব্যারাকপুর থানার এসআই পদে কর্মরত অফিসার বলে পরিচয় দেন। একইসঙ্গে পুলিশি পোশাক পরে একাধিকবার হাঁসখালিতে ওই দুই ব্যক্তির বাড়িতেও যান। এরপর তৈরি হয় বিশ্বাসযোগ্যতার জায়গা। পরবর্তীতে শৈলেন ঘোষ ওই দুই ব্যক্তিকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় ৮লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

প্রথমদিকে ওই দুই ব্যক্তিকে পুলিশের পোশাক, ব্যাচ, বেল্ট, রিভলভার রাখার কেস, অশোক স্তম্ভ সহ নিয়োগপত্র দিয়ে দেন। সেই নিয়োগপত্র নিয়ে ব্যারাকপুর লাটবাগান পুলিশ ব্যারাকে গিয়ে খোঁজ করে জানতে পারেন, তারা দুজনেই প্রতারিত হয়েছেন। এরপর টাকা ফেরত চেয়ে একাধিকবার শৈলেনের সঙ্গে যোগাযোগ করা হলে, পাল্টা হুমকি দিতেন বলে অভিযোগ। বাধ্য হয়ে রাণাঘাট মহকুমা আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি পলাতক। অভিযুক্তের মা গঙ্গা ঘোষ জানান, ‘আমার ছেলে পুলিশে চাকরি করে না।শান্তিপুরের শাড়ির ব্যাবসার সঙ্গে যুক্ত। তবে কোথায় কি করে জানি না। ছেলে বাড়িতে নেই। কোথায় গেছে জানি না।’

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version