কলেজের চৌকাঠ না পেরিয়েও তিনি আইএএস! রাজ্যের এই জেলাশাসকের লড়াইয়ে মুগ্ধ সবাই

।। প্রথম কলকাতা ।।

অভাবের সংসারে কলেজের চৌকাঠ পার করা হয়নি তাঁর। আজ তিনিই আইএএস। আপনি বলবেন, এও সম্ভব! এতো সিনেমার টান টান চিত্রনাট্যকেও হার মানায়। ঠিক তাই। অদম্য ইচ্ছে থাকলে যাবতীয় বাধাকে ঠেলে সরানো যায়।স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা গেলে লক্ষ্যে সফল হওয়া যায়। তা করে দেখিয়েছেন এই মহিলা। এ রাজ্যেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তিনি কে জানেন? কি করে পৌঁছে গেলিন সাফল্যের চূড়ায়?আইএএস পাস করা তো সোজা কথা নয়! চলুন দেখে নিই অবাক করা সেই কাহিনী।

গ্রামের সাদামাটা পরিবারে তাঁর জন্ম। মা কোনওদিন স্কুলের চৌকাঠেই পা রাখেননি। এমন পরিবার থেকে উঠে আসা মেয়েই এখন জলপাইগুড়ির জেলাশাসক। তিনি আইএএস সামা পারভিন। কখনও ঝাঁটা হাতে রাস্তা সাফাইয়ে নামেন তিনি। কখনও ডেঙ্গু রুখতে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান শহরের তস্য গলিতে। জেলাশাসক সামা পরভিন তাই শহরের মানুষের কাছে চেনা মুখ।হবেন নাই বা কেন! জন্ম থেকেই যে তাঁকে সামলাতে হয়েছে ঘরের যাবতীয় কাজ। মানুষের সেবা করতেই তো চেয়েছিলেন বরাবর। তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রত্যন্ত গ্রামের নেহাতই সাদামাটা পরিবার থেকে এই জায়গাটায় উঠে আসার গল্প।হ্যাঁ গল্পই বটে!

সামা জানিয়েছেন, ছোট থেকেই তাঁকে লড়াই করতে হয়েছে। অতি সাধারণ পরিবারে জন্ম তাঁর।তাঁর মা কোনওদিন স্কুলের চৌকাঠ পেরোননি।তবে মেয়ের শিক্ষায় যাতে কোনও খামতি না থাকে সে ব্যাপারে সব সময় নজর ছিল তাঁর। তাঁকে নিরাশ করেননি সামা। অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। তবে দারিদ্রের জ্বালা অনেক। সংসারের চাকাটা সচল রাখতে উচ্চমাধ্যমিকের পরেই কলেজের পড়াশোনা থামাতে হয় তাঁকে। যোগ দেন রেলের সামান্য চাকরিতে। কিন্তু গভীর বিশ্বাসে বাঁচিয়ে রেখেছিলেন উচ্চশিক্ষার স্বপ্নটাকে। পরিবারের পরিস্থিতি কিছুটা সামলে যেতেই ফের পড়াশোনা শুরু করেন সামা।শুরু করেন ডিসটেন্স কোর্স। চাকরি করতে করতেই এগোতে থাকে পড়াশোনা। সেভাবেই স্নাতক হন।এবার লক্ষ্য আরও উঁচুতে। শুরু করেন UPSC র প্রস্তুতি। না, প্রথমেই সাফল্য আসেনি। দমে যাননি।বরং তাতে জেদ বেড়ে যায় কয়েক গুন। পরপর কয়েকবার পরীক্ষা দেন। তারপরেই আসে সাফল্য।অদম্য ইচ্ছেশক্তি তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান সামা।

আগামীর IAS, IPS-দের স্যানসেটাইজেশন ওয়ার্কশপে গিয়ে নিজের জীবনের কথা অকপটে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন। জলপাইগুড়ি জেলা থেকে যারা IAS, IPS হওয়ার জন্য UPSC পরীক্ষার্থীদের  প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ি শাখা মাধ্যমের দেওয়া হবে এই প্রশিক্ষণ। কীভাবে এই পরীক্ষায় বসতে হবে, পড়াশোনাই বা কীভাবে হবে সেকথা সামার থেকে ভালো আর কেই বা বলতে পারতেন! জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে শিবিরে এসেছিল জেলার বিভিন্ন কলেজের মোট ২৬০ জন পড়ুয়া।তাঁদের দিলেন জীবনের পাঠ। বোঝালেন, ইচ্ছে থাকলে জয় করার জন্য রয়েছে গোটা দুনিয়া। পড়ুয়ারা শুনলেন, জীবনের চড়াই উৎরাইয়ের এই অনবদ্য কাহিনী। নিজের ‘স্ট্রাগল’কে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় তার উদাহরণ আইএএস সামা পারভিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version