New Driving Rules : মদ্যপান করেও নিশ্চিন্তে বসা যাবে চালক আসনে, নয়া ভাবনা কলকাতা পুলিশের

 

।। প্রথম কলকাতা।।

New Driving Rules : রাতের দিকে শহর কলকাতায় পুলিশের নাকা চেকিংয়ে বহু সুরাপ্রেমী মানুষদের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছিল। তাঁরা সংযতভাবে গাড়ি চালালেও এই সমস্যা দেখা দিচ্ছিল , এমনটাই অভিযোগ জানানো হয় বেশ কিছুদিন ধরে । এবার সেই সকল সুরাপ্রেমীদের সমস্যার কথা ভেবে নতুন সিদ্ধান্ত কলকাতা পুলিশের ( Kolkata Police)। ভবিষ্যতে মদ্যপান করেও গাড়ি চালানো যাবে। এমনটাই জানিয়েছেন কলকাতার নগরপাল তবে সে ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মের বেড়াজাল রয়েছে।

জানা যায়, কলকাতার নগরপাল বিনীত গোয়েল ( Vineet Goyal) গতকাল একটি বণিক সভার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই তিনি জানান, এবার থেকে যে কোন ব্যক্তি সরকার স্বীকৃত পানশালা থেকে মদ্যপান ( Drink) করে বেরোনোর পর তাকে একটি লিখিত বয়ান দেওয়া হবে। এই কাজটি পাঠশালার কর্তৃপক্ষকে করতে হবে। তাহলে সেই ব্যক্তি যখন পুলিশের নাকা চেকিংয়ছ ধরা পড়বেন তখন তাকে আর হেনস্থার মুখে পড়তে হবে না । কিন্তু তাই বলে মাত্রাতিরিক্ত মদ্যপান করে চালক আসলে বসে ( Drunk Drivers ) নিজের এবং অন্যের প্রাণ ঝুঁকি নিয়ে গাড়ি চালালে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোন ব্যক্তির মদ্যপান করার পর যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সুস্থভাবে গাড়ি চালিয়ে ফিরতে পারে তাহলে সে ক্ষেত্রে কোন রকম জরিমানা করা হবে না। ওই ব্যক্তিও কোন সমস্যার মুখে পড়বেন না। এই কাজে অবশ্যই ব্রেথ অ্যানালাইজারের সাহায্য নেবে পুলিশ। সম্প্রতি একটি তথ্য উঠে আসে যে, এই পুলিশি হেনস্থার ভয়ে নাকি শহরের একাধিক পানশালায় গ্রাহকের সংখ্যা ক্রমশ কমে আসছিল। অনেকেই মদ্যপান করে নিজের চার চাকা কিংবা দুই চাকা গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন । সেখানে যদি রাস্তায় পুলিশের নাকা চেকিং থাকে তাহলেই সমস্যার মুখে পড়তে হয় তাদেরকে। ঠিক এই হয়রানির ভয়েই পানশালায় গ্রাহকের সংখ্যা ক্রমশ কমতে থাকে।

কলকাতার নগরপাল জানিয়েছেন, এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি । পানশালার কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। আর তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই নতুন নিয়ম কত দিনের মধ্যে শহরে চালু হতে চলেছে সেই বিষয়েও স্পষ্ট কোন তথ্য দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে।

তথ্যসূত্র: News 18 Bangla

Exit mobile version