AHTU: বর্ডারে শত্রুর কাঁটা বিএসএফ, মানব পাচার রুখতে অভিনব উদ্যোগ

।। প্রথম কলকাতা ।।

AHTU: মানব পাচার বিরোধী রুখতে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের সদস্যরা একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলায়। মূলত মানব পাচার রুখতে ছাত্র-ছাত্রীদের কর্মশালের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অবগত করা হয়। শিবিরের আয়োজক ছিল বি.এস.এফের ৬৮ ব্যাটালিয়ন, দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ‘শ্রীমা মহিলা সমিতি’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি সরকারি স্কুল। কর্মীদের সঙ্গে ”শ্রীমা মহিলা সমিতি”-এর সদস্যরা, এ.এইচ.টি.ইউ টিম, ৬৮ ব্যাটালিয়ন, বি.এস.এফ সহ পঞ্চায়েত প্রধান ও সদস্য এবং গ্রামবাসী, মোট ৮০ জন এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। স্কুলের মধ্যে সচেতনতা বাড়াতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য গ্রামবাসীরা ধন্যবাদ জানান AHTU, BSF এবং NGO-কে।

মানব পাচারের ঘটনা রুখতে কার্যকারিতা বৃদ্ধি, মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তোলা, পাচারবিরোধী ইউনিটগুলির সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও আইন প্রয়ণকারী সংস্থাগুলিকে আরও বেশি সংবেদনশীল করে তুলতে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এন.জিও গুলির সাথে একত্রিত হয়ে, AHTU, সাইবার অপরাধ এবং মানব পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়।

উল্লেখ্য, নারী, কন্যাশিশু ও কিশোর-কিশোরীরা বিভিন্ন জায়গায় যৌন নিপীড়নের শিকার হয়। এটি একটি সামাজিক ব্যাধি। শিশু থেকে বৃদ্ধ, এ রোগ থেকে রেহাই পাচ্ছে না কেউই। অনেক দেশে নারীরা অবাধে চলাচল করতে পারলেও তারা বিভিন্ন স্থানে যেমন বাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তা, যানবাহন, ফুটপাত বা জনসমুক্ষে যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়।

নারী ও শিশুদের প্রতি যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রতিবছর ৪ মার্চ বিশ্বব্যাপী যৌন নিপীড়নবিরোধী দিবস পালন করা হয়। প্রতিদিন অসংখ্য নারী, কন্যাশিশু এবং কিশোর-কিশোরী আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের ফাঁদে পড়ে। এসব অপরাধী তাদের ওপর যৌন নিপীড়ন করে, তাদের পাচার করে এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। এই সব বিষয় থেকে রক্ষা পেতে এই কর্মশালার আয়োজন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version