।। প্রথম কলকাতা ।।
ED Raid In kolkata: বুধবার বালিগঞ্জে (Ballygunge) এসে উপস্থিত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাঁরা একটি বেসরকারি সংস্থার দফতরে তল্লাশি অভিযান শুরু করেন। এরপর গতকাল সন্ধ্যাতেই ওই বেসরকারি সংস্থার দফতর থেকে উদ্ধার করা টাকার পরিমাণ এক কোটি ছাড়িয়ে গিয়েছিল। পরে ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চল্লিশ লক্ষ টাকা। সারারাত তদন্তের পর ভোর চারটে নাগাদ ওই দফতর থেকে বেরিয়ে যান ইডির (ED) আধিকারিকরা। জানা যায়, কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে এই বেসরকারি সংস্থার নাম উঠে এসেছে।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বলছে, কয়লা পাচার কাণ্ডে আসে এই বেসরকারি সংস্থার নাম। তারপর দিল্লি থেকে সোজা কলকাতায় এসে উপস্থিত হন ইডি আধিকারিকরা। সেখান থেকে তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিভিন্ন সাক্ষীর বয়ান ঘেঁটে বালিগঞ্জের এই দফতর সম্পর্কে বিস্তারিত জানেন। তারপরে গতকাল হানা দেন সেখানে। রীতিমতো টাকা গোনার যন্ত্র নিয়ে দফতরে আসেন ইডির আধিকারিকরা। এক আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গতকাল ওই বেসরকারি সংস্থার দফতর থেকে উদ্ধার করা টাকার (Money Recovery) পরিমান ১ কোটি ৪০ লক্ষ।
অভিযোগ উঠে এসেছে যে, কয়লা পাচার কাণ্ডের টাকা এই বেসরকারি সংস্থার মাধ্যমেই বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হতো। এই ভাবেই পাচারের কালো টাকাকে সাদা করার কাজ করতো বালিগঞ্জের এই সংস্থাটি। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে এই সংস্থাটি ইমপোর্ট এক্সপোর্ট এর ব্যবসা করতো। তবে পরবর্তীতে ফুলেফেঁপে ওঠে তার পরিস্থিতি। গতকাল ওই সংস্থার দফতর থেকে উদ্ধার করা টাকার সম্পর্কে সংস্থার ম্যানেজার বা অন্য কোন কর্মী সন্তোষজনক নথিপত্র জমা দিতে পারেনি। এই সংস্থা আরও কোন বেআইনি কাজের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ চলবে বলেই জানিয়েছে ইডি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম